পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলার নামকরণের ইতিহাস 


 পশ্চিম বঙ্গের আয়তন কত?

উত্তর: ৮৮৭৫২ বর্গ কিমি। আয়তনে ভারতের দ্বাদশ রাজ্য।

পশ্চিম বঙ্গের রাজ্য পাখির নাম

উত্তর:  মাছরাঙা 

পশ্চিম বঙ্গের রাজ্য ফুলের নাম কী? 

উত্তর: জুঁই 

পশ্চিম বঙ্গের ইস্পাত তৈরির কারখানা কোথায়? 

উত্তর: দূর্গাপুর, বার্ণপুর, কুলটি।

বাংলা ছাড়াও পশ্চিম বঙ্গে আর কোন কোন ভাষার লোক আছে? 

উত্তর: হিন্দি, ইংরেজি, নেপালি।


কলকাতার নাম কলকাতা কিভাবে হলো?

কলকাতা নামকরনের বিভিন্ন  কথা প্রচলিত আছে।

কেউ বলে এখানে কলিচুন ও কাতা অর্থাৎ নারিকেলের ছোবড়ার আঁশ পাওয়া যেত বেশি।তাই সেখান থেকে কলিকাতা বলা হয়। অনেকে বলে কালিক্ষেত্র থেকে কলকাতা এসছে। কেউ বলে কিলকিলা থেকে কলকাতা।


হাওড়া নামটি কিভাবে এলো?

হাওড়া পশ্চিম বঙ্গের একটি জেলা শহর।বলা হয়ে থাকা এক সময় ঐ এলাকাটি নিচু ছিল এবং কাদা-পানিতে পূর্ণ থাকতো বেশির ভাগ সময় তাই হাবড় থেকে হাওড়া নামটির উৎপত্তি। 

নদীয়া নামের উৎপত্তি কিভাবে? 

ভাগীরথী  নদীর তীরের চারণভূমিতে এক তান্ত্রিক প্রতিদিন ন'টি দিয়া (প্রদীপ জ্বালিয়) মন্ত্র সাধনা করতেন। লোকে তাই জায়গাটিকে নদিয়া বলতে শুরু করে। 


বীরভূম নামটি কিভাবে এলো?

অনেকে বলেন, বীর মানে সাহসী লোক, আর ভূম মানে ভূমি।অর্থাৎ মনে করা এখানে কোন বীর রাজার শাসন ছিল।আবার অনেকে বলেন সাঁওতাল ভাষায় বীর অর্থ বন আর ভূম অর্থ ভূমি তাই বনভূমি। 


বর্ধমান নামের উৎপত্তি 

২৪ তম জৈন তীর্থাঙ্কর বর্ধমান স্বামীর নামানুসারে বর্ধমান নামের উৎপত্তি। 

বর্ধমান অর্থ সম্পন্ন কেন্দ্র। 


কোচবিহার অর্থ কী? 

কোচ একটি জাতির নাম সম্ভবত উপজাতি। আর বিহার অর্থ বাসস্থান অর্থাৎ কোচ জাতির আবাসস্থল।


দার্জিলিং শব্দের অর্থ কী? 

দার্জিলিং শব্দটি সংস্কৃত শব্দ  দুর্জয় লিঙ্গ হতে এসেছে। যার অর্থ অদম্য ক্ষমতার যে শিব হিমালয় শাসন করে। 

জলপাইগুড়ি নামের উৎপত্তি 

কেউ বলে এই এলাকায় প্রচুর জলপাই হতো।আবার কেউ বলে শিব ঠাকুরের আরেক নাম জল্পেশ্বর থেকে জলপাইগুড়ি এসেছে। 


মালদা শব্দের উৎপত্তি 

এই এলাকার প্রাচীন বাসিন্দা মলদ নামের কৌমগোষ্ঠীর নামানুসারে মালদা নামের উৎপত্তি। আবার ফার্সি শব্দ মাল ও বাংলা শব্দ দহ থেকে মালদা শব্দ এসেছে। 

দিনাজপুর নামের উৎপত্তি কিভাবে 

জনৈক রাজা দিনাজ অথবা দিনরাজ এর নামানুসারে দিনাজপুর নামের উৎপত্তি। 

মুর্শিদাবাদ নামের উৎপত্তি কিভাবে 

বাংলার নবাব মুর্শিদকুলি খা এর নামানুসারে মুর্শিদাবাদের উৎপত্তি। 

Previous Post Next Post