মেটাল ও পানির বিক্রিয়া
লোহায় মরিচা (Iron Rust) কেন পড়ে?
লোহায় মরিচা ধরার কারণ হলো যখন লোহা উন্মুক্ত অবস্থায় পানি, বায়ু, শিশির,বাষ্প একথায় পানির বা পানি জাতীয় কোন কিছুর সংস্পর্শে আসে তখন তা লোহার সাথে বিক্রিয়া করে লালচে-বাদামী হাইড্রেটেড আয়রন অক্সাইড তৈরি করে।আর একে মরিচা বলা হয়।
ধাতব পদার্থ পানি সাথে কিভাবে বিক্রিয়া করে?
কোন ধরনে ধাতব পদার্থ ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে?
উত্তর: পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম
পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোঅক্সাইড ও আগুন তাপ উৎপন্ন করে। আর সোডিয়াম বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোঅক্সাইড ও তাপ উৎপন্ন করে।
কোন ধাতু গরম পনির সাথে বিক্রিয়া করে?
উত্তর: ম্যাগনেশিয়াম গরম পানির সাথে বিক্রিয়া করে।
কোন ধাতু স্টীমের সাথে বিক্রিয়া করে?
উত্তর: জিংক এবং অ্যালুমিনিয়াম
কোন কোন ধাতু পানির সাথে কখনো বিক্রিয়া করে না?
উত্তর: সোনা এবং রুপা,হীরা
যেহেতু সোনা, রুপা, হীরা পানির সাথে বিক্রিয়া করে না তাই এগুলো দিয়ে অলংকার বানানো হয়।
No comments:
Post a Comment