প্রাচীন নারী শাসকদের নাম

কুবাবা (Kubaba)

পৃথিবীর ইতিহাসে প্রথম নারী শাসক বা রাণীর নাম কুবাবা (Kubaba)। কুবাবা ছিলেন মেসোপোটেমিয়া সভ্যতার সময়কার সুমেরীয়ানদের শাসক।সুমরীয়দের একমাত্র নারী শাসক হলেন কুবাবা। কুবাবা খ্রীস্টপূর্ব ২৫০০ সালে সুমেরীয়দের শাসন করেছিলেন যা বর্তমানে ইরাক নামে পরিচিত।  



২. সবেকনেফেরু৷ ইনি প্রাচীন মিশরের ফারাও শাসকদের একজন। খ্রীস্টপূর্ব ১৮০০ সালে মিসর শাসন করেছেন।

৩. Hatshepsut একজন নারী শাসক। যিনি খ্রীস্টপূর্ব  ১৪৭৯ সালের দিকে মিশর শাসন করেন 


৪. Twosret প্রাচীন মিশরের একজন নারী শাসক। যিনি খ্রীস্টপূর্ব ১১৯১ সালের দিকে মিশর শাসন করেন।


প্রাচীন নারী শাসকদের মধ্যে আরো যারা রয়েছেন 

Teuta, ক্লিওপেট্রা, chuldu, the trung sister, Zenobia,Amalasuntha,

 Wu zetian.


এবার  জেনে নেয়া যাক 

প্রথম মুসলিম নারী শাসক সম্পর্কে 

খুব সম্ভবত আমিনা প্রথম মুসলিম নারী শাসক। আমিনার জন্ম নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চল জাযাও (Zazzau) তে। তিনি নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চল শাসন করেন। আমিনার জন্ম ১৫৩৩ সালে। ১৫৭৬ থেকে ১৬১০ সাল পর্যন্ত জাযাও শাসন করেন।


ভারত উপমহাদেশের প্রথম মুসলিম নারী শাসক 

ভারতবর্ষের প্রথম মুসলিম নারী শাসকের নাম রাজিয়া সুলতানা। তিনি দিল্লির সুলতান ইলতুতমিশের মেয়ে।

  বাবার মৃত্যুর পর রাজিয়া ১২৩৬ থেকে ১২৪০ পর্যন্ত দিল্লি একাংশ শাসন করেছেন। 


Razia Sultana


Previous Post Next Post