বাংলার সর্বপ্রাচীন জনপদ

 কোন জনপদ কোথায় গড়ে উঠেছিল 

গৌড় জনপদ কোথায় গড়ে উঠেছিল? 

উত্তর: চাঁপাইনবাবগঞ্জ, বর্ধমানের কিছু অংশ,মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম ও উত্তর ভারতের বিস্তৃত অঞ্চল নিয়ে গৌড় জনপদ গড়ে উঠেছিল। 


প্রচীন বঙ্গ অঞ্চল  কোন কোন এলাকা নিয়ে গড়ে উঠেছিল? 

ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া,বৃহত্তর বগুড়া, পাবনা,বৃহত্তর কুমিল্লা,নোয়াখালীর কিছু অংশ, বরিশাল, পটুয়াখালীর নিম্ন জলাভূমি, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল।

খ্রীস্টপূর্ব তিন হাজার বছর পূর্বে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের ঐতেরেয় আরণ্যক গ্রন্থে। বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ষষ্ঠ শতকে।আরো যেসব গ্রন্থে বঙ্গ দেশের নাম পাওয়া যায়। 

মহাভারতে,পতঞ্জলির ভাষ্যে, ওভেদী, টলেমীর লেখায়, কালিদাসের রঘুবংশে, আবুল ফজলের আইন-ই-আকবরি গ্রন্থে।


পুন্ড্র এলাকা কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল? 

উত্তর: রাজশাহী, বগুড়া, দিনাজপুর

বাংলার সর্বপ্রাচীন জনপদ হলো পুন্ড্র। 


হরিকেল জনপদ কোথায় গড়ে উঠেছিল? 

উত্তর: সিলেট,রাজশাহী ও দিনাজপুর। 


দক্ষিণ রাঢ় জনপদ কোথায় গড়ে উঠেছিল? 

উত্তর: হাওড়া,হুগলি, বর্ধমানের দক্ষিণাংশ


চন্দ্রদ্বীপ জনপদ কোথায় গড়ে উঠেছিল? 

উত্তর: বরিশালে 


বাংলা বা বাঙালা জনপদ কোথায় গড়ে উঠেছিল?

উত্তর: খুলনা, পটুয়াখালী, বরিশাল 

উত্তর রাঢ় জনপদ কোথায় গড়ে উঠেছিল? 

উত্তর: বীরভূম, বর্ধমান জেলার কাটোয়া মহকুমা,মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ।


বরেন্দ্র জনপদ কোথায় গড়ে উঠেছিল? 

উত্তর: রাজশাহী, বগুড়া, দিনাজপুর, পাবনা।


তাম্রলিপ্ত জনপদ কোথায় গড়ে উঠেছিল? 

উত্তর: পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলা।


সমতট জনপদ কোথায় গড়ে উঠেছিল? 

উত্তর: কুমিল্লা ও নোয়াখালী। সমতট রাজ্যের কেন্দ্র ছিল কুমিল্লা জেলার বড়কামতায়।


প্রাচীন কালে কোন একক বা আলাদা রাষ্ট্র ছিলা না।তখন মানুষ ভিন্ন সমাজ ও জনপদ গড়ে বসবাস করতো। আদি জনপদগুলোর বসবাসকারীদের ভাষা ছিল অস্ট্রিক।রাজা শশাঙ্কের শাসনামলের পরে বঙ্গদেশ তিনটি জনপদে বিভক্ত হয়ে পড়ে। এক. পুন্ড্র, দুই. গৌড়, তিন. বঙ্গ




জনপদ




Blogger দ্বারা পরিচালিত.