Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

desco sub assistant engineer cs,cec,ece question solution

 ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড
নিয়োগের বাছাই পরীক্ষা, ২০২২

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (কারিগরি) (গ্রুপ: সিএস/সিইসি/ইসিই)

বাংলা (মান: ১×5=5)

সময়: ১ ঘন্টা ৩০ মিনিট

১। সন্ধি বিচ্ছেদ করুন: সংবিধান।

উত্তর: সম্+বিধান

২। বিপরীত শব্দ লিখুনঃ সংশয়

উত্তর: প্রত্যয়

৩। বানান শুদ্ধ করুন: বুদ্ধিজিবি

উত্তর: বুদ্ধিজীবী 

৪। এক কথায় প্রকাশ করুন: 

ফল পাকলে যে গাছ মরে যায়।

উত্তর: ওষধি 

৫। 'কাগজ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর : ফারসি ভাষা 

English (Marks: 5)

৬। Fill in the blanks with appropriate option as directed : ( 1×3=3)

a) I saw ............one-eyed beggar. (Appropriate article)

উত্তর: a

b) He is popular ............. all for his good behavior. (Appropriate preposition)

Ans: To

c) I ........(begin) my new job last week. (Right form of verb)

Ans: had began 

9 Correct the following sentences: 

a) Why you done this?

Ans: why have you done this.


I meet him long ago.

Ans: I had meet him long ago.


পাওয়ার সেক্টর (মান: ২× ৫ = ১০)

৮। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এবং এর দৈনিক উৎপাদন ক্ষমতা কত?

উত্তর: পাবনা জেলায়।  এর উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট। 

৯। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীতে বাঁধ দিয়ে নির্মাণ করা হয়েছে এবং এর উৎপাদন ক্ষমতা কত?

উত্তর: কর্ণফুলী এর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। 

১০। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এবং এতে জ্বালানী হিসেবে কী ব্যবহার করা হয়?

উত্তর: পটুয়াখালী। এতে কয়লা ব্যবহার হয়।


১১। রিনিউয়েবল এনার্জির চারটি উদাহরণ লিখুন।

উত্তর: সৌর শক্তি,  পানি শক্তি, বায়ু শক্তি, স্রোত শক্তি 

১২। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা কত এবং এতে ব্যবহৃত প্রধান জ্বালানী কী?

উত্তর: ১৩২০ মেগাওয়াট। কয়লা ব্যবহার হয়।

সাধারণ জ্ঞান (মান: ১ × ২০ = ২০)

১৩। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি?

উত্তর: সেন্ট মার্টিন 

১৪। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?

উত্তর: দ্রৌপদী  মুর্মু


১৫। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশেকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?

উত্তর: ১১ টি

১৬। পদ্মাসেতু কোন সালের কত তারিখে উদ্বোধন করা হয়?

উত্তর: ২৫ জুন ২০২২

১৭। জাতিসংঘের ভেটো প্রদানের ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রের সংখ্যা কত?

উত্তর: ৫ টি

১৮। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: সোনারগাঁও 

১৯। “অপরাজেয় বাংলা” ভাস্কর্যটির স্থপতি কে?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে 

২০। এশিয়া কাপ ক্রিকেট-২০২২ এর ফাইনালে কোন দুইটি দেশ অংশগ্রহণ করে?

উত্তর: পাকিস্তান ও শ্রীলঙ্কা 

২১। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

উত্তর:সৈয়দ মাইনুল হোসেন 

২২। কোন শহরের শ্রমিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে পহেলা মে শ্রমিক দিবস পালিত হয়?

উত্তর: শিকাগো 

২৩। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর: ১৯৭৪ সালে।

২৪। মোঘল আমলে ঢাকার নাম কী ছিল?

উত্তর: জাহাঙ্গীর নগর 

২৫। মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?

উত্তর: ১০ এপ্রিল ১৯৭১

২৬। শেখ মুজিবুর রহমান কত সালে “বঙ্গবন্ধু” উপাধিতে ভূষিত হন?

উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী 

২৭। বাঙালির মুক্তির সনদ 'ছয় দফা' কে উত্থাপন করেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

২৮। আন্তর্জাতিক আদালতের সদরদপ্তর কোন দেশে অবস্থিত?

উত্তর: নেদারল্যান্ডস 

২৯। বিশ্বের উন্নত রাষ্ট্রের জোট জি-৮ এর একমাত্র এশীয় রাষ্ট্র কোনটি?

উত্তর: জাপান

৩০। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?

উত্তর: ফ্রান্স 

৩১। ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার শিকার বাংলাদেশের জাহাজটির নাম কী?

উত্তর: বাংলার সমৃদ্ধি 

৩২। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার উদ্যোক্তা দেশ কোনটি?

উত্তর: বাংলাদেশ 

বিশ্লেষণধর্মী ক্ষমতা যাচাই (মান: ৪ x ৫ = ২০)

৩৩। ৯ জন শ্রমিক একটি কাজ করে ৫ দিনে। ৩ জন শ্রমিক কত দিনে কাজটি করতে পারবে?


৩৪। একটি পুকুরের পাড়সহ দৈর্ঘ্য ১৭ মিটার, গ্রন্থ ১৩ মিটার। ২ মিটার প্রশস্ত বিশিষ্ট পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন 

৩৫। ১৫ হালি আমের রহিম

অংশ ও বাদল অংশ নিল। কে কতটি আম পেল এবং কতটি অবশিষ্ট থাকলো?

৩৬। ভাগফল ৩৫ এবং ভাগশেষ ১৫। ভাজক যদি ভাগফল ও ভাগশেষের সমষ্টি হতে ৭ কম হয়, তবে ভাজ্য কত?


৩৭। x2 + √2 = 27 হলে x –

এর মান নির্ণয় করুন।


টেকনোলজি ভিত্তিক (সিএস/সিইসি/ইসিই) (মান: ৪ x ১০ = ৪০)

৩৮। NAND গেট ব্যবহার করে OR গেট তৈরি করার লজিক ডায়াগ্রাম অঙ্কন করুন।


৩৯। একটি 4:1 Multiplexer এর লজিক ডায়াগ্রাম অঙ্কন করে দেখান।

80 Intel 8085 ও Intel 8086 মাইক্রোপ্রসেসরের সর্বোচ্চ ফিজিক্যাল মেমোরি ক্যাপাসিটি কত এবং কেন?

* Flag Register কী? Intel 8086 মাইক্রোপ্রসেসরের Control Flag গুলোর কাজ লিখুন।

821 X = (a –5b) (7a + b5) এক্সপ্রেশনটিকে Tree স্ট্রাকচারে অঙ্কন করুন।

৪৩। ইউজার হতে 10 টি integer data input করে যে data গুলো 5 দ্বারা বিভাজ্য তাদের গড় মান নির্ণয়ের একটি প্রোগ্রাম লিখুন।

BT Core i5 ও 17 মাইক্রোপ্রসেরের মধ্যে হার্ডওয়্যারগত মূল পার্থক্য কী?

৪৫। TCP/IP মডেলের লেয়ারগুলোর কাজ লিখুন।

৪৬। অপারেটিং সিস্টেমের Process State ডায়াগ্রাম অঙ্কন করুন।

৪৭। Employee টেবিল হতে যে সকল কর্মচারীদের বেতন 30000 টাকার বেশি তাদের নাম ও পদবী আলাদা করার SQL কমান্ড লিখুন।


Desco jobs question


No comments: