ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড
নিয়োগের বাছাই পরীক্ষা, ২০২২

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (কারিগরি) (গ্রুপ: সিএস/সিইসি/ইসিই)

বাংলা (মান: ১×5=5)

সময়: ১ ঘন্টা ৩০ মিনিট

১। সন্ধি বিচ্ছেদ করুন: সংবিধান।

উত্তর: সম্+বিধান

২। বিপরীত শব্দ লিখুনঃ সংশয়

উত্তর: প্রত্যয়

৩। বানান শুদ্ধ করুন: বুদ্ধিজিবি

উত্তর: বুদ্ধিজীবী 

৪। এক কথায় প্রকাশ করুন: 

ফল পাকলে যে গাছ মরে যায়।

উত্তর: ওষধি 

৫। 'কাগজ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর : ফারসি ভাষা 

English (Marks: 5)

৬। Fill in the blanks with appropriate option as directed : ( 1×3=3)

a) I saw ............one-eyed beggar. (Appropriate article)

উত্তর: a

b) He is popular ............. all for his good behavior. (Appropriate preposition)

Ans: To

c) I ........(begin) my new job last week. (Right form of verb)

Ans: had began 

9 Correct the following sentences: 

a) Why you done this?

Ans: why have you done this.


I meet him long ago.

Ans: I had meet him long ago.


পাওয়ার সেক্টর (মান: ২× ৫ = ১০)

৮। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এবং এর দৈনিক উৎপাদন ক্ষমতা কত?

উত্তর: পাবনা জেলায়।  এর উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট। 

৯। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীতে বাঁধ দিয়ে নির্মাণ করা হয়েছে এবং এর উৎপাদন ক্ষমতা কত?

উত্তর: কর্ণফুলী এর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। 

১০। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এবং এতে জ্বালানী হিসেবে কী ব্যবহার করা হয়?

উত্তর: পটুয়াখালী। এতে কয়লা ব্যবহার হয়।


১১। রিনিউয়েবল এনার্জির চারটি উদাহরণ লিখুন।

উত্তর: সৌর শক্তি,  পানি শক্তি, বায়ু শক্তি, স্রোত শক্তি 

১২। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা কত এবং এতে ব্যবহৃত প্রধান জ্বালানী কী?

উত্তর: ১৩২০ মেগাওয়াট। কয়লা ব্যবহার হয়।

সাধারণ জ্ঞান (মান: ১ × ২০ = ২০)

১৩। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি?

উত্তর: সেন্ট মার্টিন 

১৪। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?

উত্তর: দ্রৌপদী  মুর্মু


১৫। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশেকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?

উত্তর: ১১ টি

১৬। পদ্মাসেতু কোন সালের কত তারিখে উদ্বোধন করা হয়?

উত্তর: ২৫ জুন ২০২২

১৭। জাতিসংঘের ভেটো প্রদানের ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রের সংখ্যা কত?

উত্তর: ৫ টি

১৮। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: সোনারগাঁও 

১৯। “অপরাজেয় বাংলা” ভাস্কর্যটির স্থপতি কে?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে 

২০। এশিয়া কাপ ক্রিকেট-২০২২ এর ফাইনালে কোন দুইটি দেশ অংশগ্রহণ করে?

উত্তর: পাকিস্তান ও শ্রীলঙ্কা 

২১। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

উত্তর:সৈয়দ মাইনুল হোসেন 

২২। কোন শহরের শ্রমিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে পহেলা মে শ্রমিক দিবস পালিত হয়?

উত্তর: শিকাগো 

২৩। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর: ১৯৭৪ সালে।

২৪। মোঘল আমলে ঢাকার নাম কী ছিল?

উত্তর: জাহাঙ্গীর নগর 

২৫। মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?

উত্তর: ১০ এপ্রিল ১৯৭১

২৬। শেখ মুজিবুর রহমান কত সালে “বঙ্গবন্ধু” উপাধিতে ভূষিত হন?

উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী 

২৭। বাঙালির মুক্তির সনদ 'ছয় দফা' কে উত্থাপন করেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

২৮। আন্তর্জাতিক আদালতের সদরদপ্তর কোন দেশে অবস্থিত?

উত্তর: নেদারল্যান্ডস 

২৯। বিশ্বের উন্নত রাষ্ট্রের জোট জি-৮ এর একমাত্র এশীয় রাষ্ট্র কোনটি?

উত্তর: জাপান

৩০। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?

উত্তর: ফ্রান্স 

৩১। ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার শিকার বাংলাদেশের জাহাজটির নাম কী?

উত্তর: বাংলার সমৃদ্ধি 

৩২। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার উদ্যোক্তা দেশ কোনটি?

উত্তর: বাংলাদেশ 

বিশ্লেষণধর্মী ক্ষমতা যাচাই (মান: ৪ x ৫ = ২০)

৩৩। ৯ জন শ্রমিক একটি কাজ করে ৫ দিনে। ৩ জন শ্রমিক কত দিনে কাজটি করতে পারবে?


৩৪। একটি পুকুরের পাড়সহ দৈর্ঘ্য ১৭ মিটার, গ্রন্থ ১৩ মিটার। ২ মিটার প্রশস্ত বিশিষ্ট পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন 

৩৫। ১৫ হালি আমের রহিম

অংশ ও বাদল অংশ নিল। কে কতটি আম পেল এবং কতটি অবশিষ্ট থাকলো?

৩৬। ভাগফল ৩৫ এবং ভাগশেষ ১৫। ভাজক যদি ভাগফল ও ভাগশেষের সমষ্টি হতে ৭ কম হয়, তবে ভাজ্য কত?


৩৭। x2 + √2 = 27 হলে x –

এর মান নির্ণয় করুন।


টেকনোলজি ভিত্তিক (সিএস/সিইসি/ইসিই) (মান: ৪ x ১০ = ৪০)

৩৮। NAND গেট ব্যবহার করে OR গেট তৈরি করার লজিক ডায়াগ্রাম অঙ্কন করুন।


৩৯। একটি 4:1 Multiplexer এর লজিক ডায়াগ্রাম অঙ্কন করে দেখান।

80 Intel 8085 ও Intel 8086 মাইক্রোপ্রসেসরের সর্বোচ্চ ফিজিক্যাল মেমোরি ক্যাপাসিটি কত এবং কেন?

* Flag Register কী? Intel 8086 মাইক্রোপ্রসেসরের Control Flag গুলোর কাজ লিখুন।

821 X = (a –5b) (7a + b5) এক্সপ্রেশনটিকে Tree স্ট্রাকচারে অঙ্কন করুন।

৪৩। ইউজার হতে 10 টি integer data input করে যে data গুলো 5 দ্বারা বিভাজ্য তাদের গড় মান নির্ণয়ের একটি প্রোগ্রাম লিখুন।

BT Core i5 ও 17 মাইক্রোপ্রসেরের মধ্যে হার্ডওয়্যারগত মূল পার্থক্য কী?

৪৫। TCP/IP মডেলের লেয়ারগুলোর কাজ লিখুন।

৪৬। অপারেটিং সিস্টেমের Process State ডায়াগ্রাম অঙ্কন করুন।

৪৭। Employee টেবিল হতে যে সকল কর্মচারীদের বেতন 30000 টাকার বেশি তাদের নাম ও পদবী আলাদা করার SQL কমান্ড লিখুন।

Previous Post Next Post