BARC এর নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২


বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর যানবাহন পরিদর্শক নিয়োগ  প্রশ্ন সমাধান 

Bangladesh Agriculture Research Council question solution 10 September 2022

Bangladesh krishi gobeshona Council prosno 

কৃষি গবেষণা কাউন্সিল আসা পরীক্ষার প্রশ্ন সমাধান 


মেকানিক্যাল ও অটোমোবাইল বিষয়ে কৃষি গবেষণায় যে প্রশ্নগুলো এসেছিল।

 ECU এর পূর্ণ রুপ কোনটি?

Engine Control Unit


ECM  এর পূর্ণ রুপ কোনটা?

Engine Control Module


ডিজেল ইঞ্জিনের ইনজেকশন প্রেসার কত?

উত্তর: ১০-৬০ psi


স্ট্রে লস কি?

উত্তর: ঘূর্ণন ও ঘর্ষণের ফলে বিয়ারিং ও শ্যাফটের ক্ষতি এবং এয়ার গ্যাপ এর কারণে উইনডেজ লসকে স্ট্রে লস বলে।


স্ট্রীম লাইনিং  কি?

উত্তর: Contouring of an object, such as a aircraft body, to reduce its drag or 

Resistance to motion through a stream of air.


Coefficient of friction বলতে কী বোঝায়?

উত্তর:  ফ্রিকশন ফোর্স আর নরমাল ফোর্স এর অনুপাতকে coefficient of friction বলে।


পেট্রোল ইঞ্জিন এর সংকোচন চাপ কত থাকে?

উত্তর:  ১২৫ থেকে ১৭৫ Psi


ক্লাচ প্লেট এর চারটি যন্ত্রাংশের নাম কী?

উত্তর: কভার প্লেট, প্রেসার প্লেট, ড্রাইভেন প্লেট, রিলিজ বিয়ারিং 


ফুল চার্জ অবস্থায় ব্যাটারীর আপেক্ষিক গুরুত্ব কত?

উত্তর: ১.২৬৫ 


CPK বলতে কি বোঝায়?

এটা একটি আদর্শ সূচক যা কোন মেশিনিং প্রসেসের সক্ষমতার মান প্রকাশ করে।


Clutch Drag কী?

যখন কোন ক্লাচ ইঞ্জিন হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না তখন এটা ঘটে থাকে।



কৃষি গবেষণায় আসা এক কথায় প্রকাশ 

অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ

উপকারীর অপকার করেন যিনি= কৃতঘ্ন 

ইতিহাস রচনা করেন যিনি = ঐতিহাসিক 

বিজয় লাভের ইচ্ছা = বিজিগিষা



গড্ডালিকা প্রবাহ এর অর্থ = অন্ধ অনুকরণ 

গোবর গণেশ এর অর্থ = নিরেট মূর্খ

কাঠালের আমসত্ত্ব এর অর্থ  = অসম্ভব 

কলুর বলদ এর অর্থ  = পরাধীন 

কচু বনের কালাচাঁদ এর অর্থ =  অপদার্থ 


সংক্ষিপ্ত প্রশ্ন সাধারণ জ্ঞান 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি?

উত্তর: ২ টি

ডুলাহাজরা সাফারি পার্ক কোথায়? 

উত্তর:  চকরিয়া, কক্সবাজার


WHO এর সদর দপ্তর কোথায়? 

উত্তর: জেনেভা


আমার দেখা নয়াচীন কার লেখা? 

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 


বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে?

উত্তর: ১৯৯৭


আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে?

উত্তর: ১০ ডিসেম্বর 


পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কী?

উত্তর: শুক্র গ্রহ


বাংলাদেশ জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়?

উত্তর: কর্ণফুলী নদী, কাপ্তাই, রাঙামাটি 


এশিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: কোরাজন এ্যাকুইনো



ইংরেজি বিষয়

A Black sheep এর ইংরেজি কী  = কুলাঙ্গার 

Hard and Fast =  ধরাবাঁধা 

Bed of Roses = পুষ্পশয্যা

Crocodile Tears = মায়াকান্না 

Straw vote এর অর্থ কী = অনানুষ্ঠানিক জরিপ


বাংলা থেকে ইংরেজি অনুবাদ 

অভাবে স্বভাব নষ্ট =  Necessity knows no low.

তেল অপেক্ষা পানি ভারী=  water is denser than oil. 


আমি তাকে উপহাস করি না= I do not laugh at him.

কেন তুমি আমাকে এড়িয়ে চলছো?

উত্তর: Why are you avoiding me.


সে এতক্ষণে ঢাকায় পৌঁছে থাকবেন। 

He will be in Dhaka by now

 





কৃষি গবেষণা প্রশ্ন সমাধান


Previous Post Next Post