শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল মেডিকেল টেকনোলজিস ল্যাব প্রশ্ন সমাধান
১৬ সেপ্টেম্বর ২০২২
এক কথায় প্রকাশ।
ক) অপকার করিবার ইচ্ছা।
উত্তর: অপচিকীর্ষা
খ) যাহার বুদ্ধি পরিষ্কার নাই।
গ) আপনার রঙ লুকায় যে।
উত্তর: বর্ণচোরা
খ) বাঘের চামড়া।
ঙ) এ পর্যন্ত শত্রু হয় নাই।
অজাত শত্রু
ব্যাস বাক্যসহ সমাস লিখুন।
ক) দুধে ভাতে = অলুক দ্বন্দ্ব
খ) ফুল কুমারী= কুমারী ফুলের ন্যায় = উপমিত কর্মধারয়
গ) ফি হস্তা =
ঘ) কানাকানি = কানে কানে যে কথা = ব্যাতিহার বহুব্রীহি
৬) সেতার = তিন তারের সমহার =সংখ্যাবাচক বহুব্রীহি
সন্ধি বিচ্ছেদ করুন:
ক) হিমাদ্রি =হিম+আদ্রি
খ) ষড়যন্ত্র =ষট্+যন্ত্র
গ) মতানৈক্য = মত +অনৈক্য
ঘ) সংসার =সম+সার
6) অন্যান্য = অন্য+অন্য
ইংরেজী-২০
অর্থসহ বাক্যরচনা করুন।
ক) আমড়াগাছি করা এর অর্থ "প্রতারণাপূর্ণ তোষামোদ "
ঈদের চাঁদ এর অর্থ আকাঙ্খিত বস্তু
সাপের ছুচো গেলা এর অর্থ অশান্তি, বিরক্ত
সাবধানের মার নাই এর অর্থ ভবিষ্যৎ এর ভাবনা করা
শিরে সংক্রান্তি এর অর্থ আসন্ন বিপদ
সাধারণ জ্ঞান-১৫
ক) পদ্মা সেতুর প্রস্থ কত ?
উত্তর: ১৮ মিটার
খ) “জয় বাংলা বাংলার জয়” গানটির সুরকার কে ?
উত্তরঃ আনেয়ার পারভেজ
গ) SIM এর পূর্ণরূপ কি ?
উত্তর: subscriber identity module
ঘ) ১৯৭১সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ?
উত্তরঃ জয়বাংলা
ঙ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জতিসংঘের সাধারন
পরিষদে বাংলায় ভাষন দেন কবে ?
উত্তর: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ২৯ তম সাধারণ অধিবেশনে।
চ) নারী জাগরনের পথিকৃৎ কে ?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
ছ) মুক্তিযুদ্ধের সেক্টর সমূহের মধ্যে নৌ সেক্টরকোনটি ?
উত্তর: ৯ নং
জ) ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত ?
উত্তর: ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত।
ঝ) বাংলা সাহিত্যের যুগসন্ধির কবি বলা হয় কাকে ?
উত্তর: ইশ্বরচন্দ্র গুপ্ত
ঞ)জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিবস কত?
উত্তর: ২৯ আগস্ট ১৯৭৬
ট) রানী দ্বিতীয় এলিজাবেথ কত বছর বয়সে মারা যান ?
উত্তর: ৭০ বছর বয়সে
ঠ)জি-৭ এর একমাত্র এশীয় দেশ কোনটি ?
উত্তরঃ জাপান
ড) এসডিজি এর লক্ষমাত্রা কয়টি ?
উত্তরঃ ১৭ টি
ঢ) বাংলাদেশ জাতি সংঘের কততম
সদস্য রাষ্ট্র ?
উত্তর: ১৩৬তম
ণ) জর্জিয়া কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: কিছু অংশ ইউরোপ ও কিছু অংশ এশিয়াতে।
Fill in the blank with appropriate word
(a) The family doesn't feel -------going outing this season.
Ans: like
(b) Cricket enjoys a huge...... in
Bangladesh.
Ans: following
(c) When water ------ it turns into ice.
Ans: freezes
(d) We look forward ------ a response from you.
Ans: To receiving
(e) He unfortunately died ------ overtaking.
Ans: for
Make sentences with idioms and phrases.
(a) Few and far between. = কদাচিত
(b) a bolt from the blue. = বিনা মেঘে বজ্রপাত
(c) Achilles heel. = দূর্বলতা বা ত্রুটি
(d) at dagger drawn.= সাপে নেউলে
(e) Come to light= প্রকাশ করা
Translate into English.
(a) তোমরা পরীক্ষায় কৃতকার্য হও।
Ans: may You pass the exam
(b) এই একটি অপূর্ব সুযোগ।
Ans: It is great opportunity.
(c) ইলিয়াড বহু ভাষায় অনুবাদ করা হয়েছে।
Ans: Eliad has been Translated into many languages.
(d) সুন্দরবনে প্রচুর হরিণ আছে।
Ans: there are many deer in Sundarban.
(e) আমার পড়াশুনা ভাল চলছে।
My study is going well.
Change the voice.
(a) Why does he call me ?
Why am i called by him
(b) Don't you sing a song?
Let a song not be sung.
(c) They had completed the assignment.
The assigned had been completed by them.
(d) Help the poor.
The poor should be helped
(e) I am eating an apple.
Ans: An apple is being eaten by me.
গণিত/ পদ সংশ্লিষ্ট বিষয়-২৫
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?
যদি x+y=5, xy=6 হলে এবং x>y হলে x3 – y3 – 3 (x2 + y2) এর মান নির্ণয় কর?
24 x 3 – 81y3 কে উৎপাদকে বিশ্লেষণ কর?
What is the elaboration of PPE?
Ans: Personal protective equipment
What volume of urine is required for routine urine examination ?
Ans: 10 ml of urine
What is ESR?
Ans: erythrocyte sedimentation Rate
What anticoagulants are used to estimate ESR?
Ans: 3.8% Trisodium citrate or ethylene diamine tetra acetic acid.
What are the methods of estimation of ESR?
Ans: westergren method and wintrobe method
What are the components of complete blood count (CBC) ?
Ans: Red blood cells, white blood cells, platelets
Enumerate two common stains used to detect bacteria in sputum.
Name two methods to diagnose COVID-19 infection.
At which temperature blood is stored?
Ans: 2 degree to 6 degree celcius
How much time is required for collection of blood for transfusion?
What are the common tests done before blood transfusion?
Name three methods of sterilization.
0 Comments:
Post a Comment