Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

medical technologies lab question solution September 2022

শেখ রাসেল  গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল মেডিকেল টেকনোলজিস ল্যাব  প্রশ্ন সমাধান 


১৬ সেপ্টেম্বর ২০২২

এক কথায়  প্রকাশ।

ক) অপকার করিবার ইচ্ছা।

উত্তর: অপচিকীর্ষা 

 খ) যাহার বুদ্ধি পরিষ্কার নাই।


 গ) আপনার রঙ লুকায় যে।

উত্তর: বর্ণচোরা 

 খ) বাঘের চামড়া।


 ঙ)  এ পর্যন্ত শত্রু হয় নাই।

অজাত শত্রু


ব্যাস বাক্যসহ সমাস লিখুন।

ক) দুধে ভাতে = অলুক দ্বন্দ্ব 

খ) ফুল কুমারী= কুমারী ফুলের ন্যায় = উপমিত কর্মধারয় 

গ) ফি হস্তা =

ঘ) কানাকানি = কানে কানে যে কথা = ব্যাতিহার বহুব্রীহি 

৬) সেতার = তিন তারের সমহার =সংখ্যাবাচক বহুব্রীহি 

সন্ধি বিচ্ছেদ করুন:

ক) হিমাদ্রি =হিম+আদ্রি

খ) ষড়যন্ত্র =ষট্+যন্ত্র

গ) মতানৈক্য = মত +অনৈক্য

 ঘ) সংসার =সম+সার

 6) অন্যান্য = অন্য+অন্য

ইংরেজী-২০

অর্থসহ বাক্যরচনা করুন।

ক) আমড়াগাছি করা এর অর্থ "প্রতারণাপূর্ণ তোষামোদ "

ঈদের চাঁদ এর অর্থ আকাঙ্খিত বস্তু

সাপের ছুচো গেলা এর অর্থ অশান্তি, বিরক্ত 

সাবধানের মার নাই এর অর্থ ভবিষ্যৎ  এর ভাবনা করা

শিরে সংক্রান্তি এর অর্থ আসন্ন বিপদ



 সাধারণ জ্ঞান-১৫


ক) পদ্মা সেতুর প্রস্থ কত ?

উত্তর: ১৮ মিটার

 খ) “জয় বাংলা বাংলার জয়” গানটির সুরকার কে ?

উত্তরঃ  আনেয়ার পারভেজ

গ) SIM এর পূর্ণরূপ কি ? 


উত্তর: subscriber identity module

ঘ) ১৯৭১সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ?

উত্তরঃ জয়বাংলা 

 ঙ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জতিসংঘের সাধারন

পরিষদে বাংলায় ভাষন দেন কবে ? 

উত্তর: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ২৯ তম সাধারণ অধিবেশনে। 


চ) নারী জাগরনের পথিকৃৎ কে ? 

উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 


ছ) মুক্তিযুদ্ধের সেক্টর সমূহের মধ্যে নৌ সেক্টরকোনটি ?

উত্তর: ৯ নং

 জ) ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত ?

উত্তর: ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত। 


 ঝ) বাংলা সাহিত্যের যুগসন্ধির কবি বলা হয় কাকে ?

উত্তর: ইশ্বরচন্দ্র গুপ্ত  

ঞ)জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিবস কত? 

উত্তর: ২৯ আগস্ট ১৯৭৬

ট) রানী দ্বিতীয় এলিজাবেথ কত বছর বয়সে মারা যান ?  

উত্তর: ৭০ বছর বয়সে 

ঠ)জি-৭ এর একমাত্র এশীয় দেশ কোনটি ?

উত্তরঃ জাপান

 ড) এসডিজি এর লক্ষমাত্রা কয়টি ?

উত্তরঃ ১৭ টি

 ঢ) বাংলাদেশ জাতি সংঘের কততম

সদস্য রাষ্ট্র ? 

উত্তর: ১৩৬তম

ণ) জর্জিয়া কোন মহাদেশে অবস্থিত?

উত্তর: কিছু অংশ ইউরোপ ও কিছু অংশ এশিয়াতে।


 Fill in the blank with appropriate word

(a) The family doesn't feel -------going outing this season. 

Ans: like

(b) Cricket enjoys a huge...... in

Bangladesh.

Ans: following 

 (c) When water ------ it turns into ice.

Ans: freezes 


 (d) We look forward ------ a response from you.

Ans: To receiving 

(e) He unfortunately died ------ overtaking.

Ans: for

Make sentences with idioms and phrases.

(a) Few and far between. = কদাচিত  

(b) a bolt from the blue. = বিনা মেঘে বজ্রপাত 

(c) Achilles heel. = দূর্বলতা বা ত্রুটি

(d) at dagger drawn.=  সাপে নেউলে

 (e) Come to light= প্রকাশ করা


Translate into English.

(a) তোমরা পরীক্ষায় কৃতকার্য হও। 

Ans:  may You pass the exam

 (b) এই একটি অপূর্ব সুযোগ। 

Ans: It is great opportunity. 

 (c) ইলিয়াড বহু ভাষায় অনুবাদ করা হয়েছে।

Ans: Eliad has been Translated into many  languages.

 (d) সুন্দরবনে প্রচুর হরিণ আছে।

Ans: there are many deer in Sundarban.

 (e) আমার পড়াশুনা ভাল চলছে।

My study is going well.


Change the voice.

(a) Why does he call me ? 

Why am i called by him

(b) Don't you sing a song?

Let a song not be sung.


 (c) They had completed the assignment.

The assigned had been completed by them.


(d) Help the poor.

The poor should be helped 

 (e) I am eating an apple.

Ans: An apple is being eaten by me.


 

গণিত/ পদ সংশ্লিষ্ট বিষয়-২৫

পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?

যদি x+y=5, xy=6 হলে এবং x>y হলে x3 – y3 – 3 (x2 + y2) এর মান নির্ণয় কর?

24 x 3 – 81y3 কে উৎপাদকে বিশ্লেষণ কর?


What is the elaboration of PPE?

Ans: Personal protective equipment 


 What volume of urine is required for routine urine examination ?

Ans: 10 ml of urine


What is ESR? 

Ans: erythrocyte sedimentation Rate


What anticoagulants are used to estimate ESR?

Ans: 3.8% Trisodium citrate or ethylene diamine tetra acetic acid.


What are the methods of estimation of ESR?

Ans: westergren method and wintrobe method 


What are the components of complete blood count (CBC) ?

Ans: Red blood cells, white blood cells, platelets


Enumerate two common stains used to detect bacteria in sputum.


Name two methods to diagnose COVID-19 infection.


At which temperature blood is stored?

Ans: 2 degree to 6 degree celcius 


How much time is required for collection of blood for transfusion?


What are the common tests done before blood transfusion?


Name three methods of sterilization.


মেডিকেল এসিস্ট্যান্ট জব সলিউশন


No comments: