Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১২/০৯/২০২১

পত্র-পত্রিকার সম্পাদক ও প্রকাশকাল

পত্র-পত্রিকার  সম্পাদক 

কোন পত্রিকার সম্পাদক কে ছিলেন?  প্রকাশহয়েছে বাকি বিষয়েপ্রকাশ হয়েছে তা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসে।তাই বিসিএস,শিক্ষক নিবন্ধন, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, কৃষি অফিসার সহ অন্যান্য পরীক্ষাতে আসা কিছু গুরুত্বপূর্ণ পত্র-পত্রিকার প্রকাশকাল,সম্পাদক এর নাম তুলে ধরা হলো


শনিবারের চিঠি কোন ধরনের সাহিত্য পত্রিকা ? 

উত্তর: হাস্যরসাত্মক ও মন্তব্যধর্মী


১. কালি -কল প্রকাশকালঃ ১৯২৬, সম্পাদকঃ প্রেমেন্দ্র মিত্র। 

২. সমকাল প্রকাশকালঃ ১৯৫৪, সম্পাদক সিকান্দার আবু জাফর।

৩. আঙ্গুর প্রকাশকালঃ ১৯২০, সম্পাদকঃ ড.মুহাম্মদশহীদুল্লাহ

৪. বেঙ্গল গেজেট প্রকাশঃ ১৭৮০, জেমস অগাস্টাস হিকি

৫. দিগদর্শন প্রকাশঃ ১৮৮৮, জন ক্লার্ক মার্শম্যান

৬. সমাচার দর্পন প্রকাশঃ ১৮১৮,জন ক্লার্ক মার্শম্যান
৭. সংবাদ রত্নাবলি প্রকাশঃ ১৮৩২, ইশ্বর চন্দ্র গুপ্ত। 

৮. সংবাদ প্রভাকর প্রকাশঃ ১৮৩৯, ইশ্বর চন্দ্র গুপ্ত। 

৯. রংপুর বার্তাবহ প্রকাশঃ ১৮৪৭, গুরুচরণ রায়

১০. তত্ত্ববোধিনী প্রকাশঃ ১৮৪৩, অক্ষয় কুমার দত্ত। 

১১.বঙ্গদূত প্রকাশঃ ১৮২৯, নীলমণি হালদার।

১২. সম্বাদ কৌমুদিনী প্রকাশঃ ১৮২১, রাজারামহন রায়।

১৩. মীরাৎ -উল- আবার প্রকাশ করতেন রাজা রামমোহন রায়। 

১৪. বঙ্গদর্শন প্রকাশঃ ১৮৭২, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

১৫. ভারতী প্রকাশঃ ১৮৭৭, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।

১৬. দৈনিক নবযুগ প্রকাশঃ ১৯৪১, কাজী নজরুল ইসলাম 

১৭. লাঙ্গল প্রকাশঃ ১৯২৫, কাজী নজরুল ইসলাম। 

১৮. ধূমকেতু, প্রকাশঃ ১৯২২, কাজী নজরুল ইসলাম। 
১৯.  মাসিক মোহাম্মদী, প্রকাশঃ ১৯২৭, মোহাম্মদ আকরাম খাঁ
২০. গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশঃ ১৮৬৩, কাঙ্গাল হরিনাম মজুমদার। 

২১. আজীজননেহার, প্রকাশঃ ১৮৭৪, মীর মোশাররফ হোসেন 

২২. সবুজ পত্র, প্রকাশঃ ১৯১৪ সালে।প্রমথ চৌধুরী 

২৩. কল্লোল, প্রকাশঃ ১৯২৩, দীনেশরঞ্জন দাস
২৪. শিখা, প্রকাশঃ ১৯২৭, আবুল হোসেন 

২৫. মোসলেম ভারত প্রকাশঃ ১৯২০, মোজাম্মেল হোক।

২৬.বেগম, সম্পাদকঃ নূরজাহান বেগম
২৭. সওগাত সম্পাদকঃ মোহাম্মদ নাসির উদ্দিন।

২৮. জ্ঞানানাণ্বেষন প্রকাশ করত-ইয়ং বেঙ্গল

২৯. পূর্বাশা সম্পাদকঃ সঞ্জয় ভট্টাচার্য 

৩০. সুধাকর সম্পাদকঃ শেখ আব্দুর রহিম 


বিগত সালে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন


১.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি?
উত্তরঃ দিগদর্শন

২. ঢাকার মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ১৯২৬ সালে।

৩. সবুজপত্রপ্রকাশিত হয়?
১৯১৪ সালে সবুজ পত্র প্রকাশিত হয়। 

৪. সবুজপত্র কোন ধরনের পত্রিকা? 
উত্তরঃ সাময়িক পত্র।


৬. কোন পত্রিকা মুসলিম সাহিত্যে ভূমিকা রাখে?
উত্তরঃ শিখা। 



৮. বাংলা পিডিয়া প্রকাশ করে কে?
উত্তরঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। 


৯.সবুজ পত্রের সম্পাদক ছিলেন কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী 

১০. বাংলাভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
সংবাদ প্রভাকর 

১১. সওগাত  পত্রিকার সম্পাদক ছিলেন কে? 
মোহাম্মদ নাসিরউদ্দিন।