চ্ছেদ 

জনৈক = জন+এক

বিপরীত শব্দ 

পুরস্কার = তিরস্কার 

বানান শুদ্ধ 

মনোযোগ 

 এক কথায় প্রকাশ করুন। 

যিনি বক্তৃতা মানে পটু= বাগ্মী 

বাগধারা 

তাসের ঘর = ক্ষণস্থায়ী 


English (Marks: 5)

Fill in the blanks with appropriate option as directed: (1-3-3)

a) My neighbor is------Engineer (Appropriate article)

Ans: An

 b) I was born------ September 9 (Appropriate preposition)

Ans: in


c) Where ------he live? (Right form of verb)

Ans: does

Correct the following sentences: (1x2-2)

a) Why you went there?

Ans: why did you go there.

b) We haven't seen you for 2010.

Ans: we haven’t seen you since 2010.


পাওয়ার সেীর (মান: ২×৫-১০)

৮। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় এবং কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ বাগেরহাট জেলায়। পশুর নদীর তীরে।

৯। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী এবং আমাদের দেশের বাসাবাড়িতে ব্যবহৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত?

উত্তর: কিলোওয়াট আওয়ার, ৫০ হার্জ


১০। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এবং কী পাওয়ার সাইকেল ব্যবহার হয়?

উত্তর: পটুয়াখালী, কয়লা

১১। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কী ধরনের টারবাইন ব্যবহার করা হয় ও তার নাম লিখুন।

উত্তরঃ কাপলান টারবাইন 

১২। বাংলাদেশে লোডশেডিং এর মূল দুইটি কারণ লিখুন।



সাধারণ জ্ঞান (ম: Xo20)

১৩। অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

১৪। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কোন মোঘল সম্রাট চালু করেন?

উত্তরঃ আকবর

১৫। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীরশ্রেষ্ঠ" উপাধি লাভ করেন?

উত্তর: ৭ জন

১৬। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর: লুই আইকন

১৭। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?

উত্তর: ভোলা

১৮। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?

উত্তর: প্রাকৃতিক গ্যাস

১৯। কত বছর পরপর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তর: ৫ বছর

২০। “অপারেশন সার্চ লাইট" কত সালে সংঘটিত হয়।

উত্তর: ১৯৭১ 

২১। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোন তারিখে?

উত্তরঃ ১০ জানুয়ারি 

• ২২। বাংলাদেশের "ডেল্টা প্লান" কত সালের মধ্যে নবায়নের পরিকল্পনা করা হয়েছে।

• ২৩। জাতীয় শিশু দিবস কত তারিখে পালন করা হয়।

উত্তরঃ ১৭ মার্চ 

২৪। মুজিবনগর" কোন জেলায় অবস্থিত!

উত্তর: মেহেরপুর

২৫। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

উত্তর: নাফ

২৬। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি?

উত্তর: পার্বত্য চট্টগ্রামে 

২৭। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কতটি?

উত্তর: ১০ টি

২৮। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?

উত্তর: সুন্দর বন

২৯। বাংলাদেশের মান সময় গ্রীনিচ মান সময় অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী?

উত্তর: +৬

৩০। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?

উত্তর: ৪১ টি

• ৩১। ফুটবল বিশ্বকাপ-২০২২ এ কতটি দেশ অংশগ্রহণ করবে?

উত্তর: ৩২

৩২। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ নাটোর


টেকনোলজি ভিত্তিক (ইইই) (মান: ৪×১০= ৪০)

৩৮। Photo voltaic cell এর প্রকারভেদ লিখুন।

pv cell তিন প্রকার। monocryatalin Silicon, polycrystalin silicon, thin film

৩৯। Transmission line এর skin effect কী কী বিষয়ের উপর নির্ভর করে?


৪০। একটি DC gen 230V, 200A supply দিতে পারে এবং কার্যদক্ষতা 86%। উক্ত জেনারেটর ঘোরাতে মোটরের অশ্বশক্তি কত হবে?


৪১। Transformer short circuit test এর সার্কিট ডায়াগ্রাম আঁকুন।


৪২। NPN Transistor এর Configurations এর চিত্র অঙ্কন করুন।


৪৩। 60Hz frequency এর একটা সাইন ওয়েল্ড শূন্য হতে এর সর্বোচ্চ মানের অংশ অতিক্রম করতে কয় সেকেন্ড সময়ের প্রয়োজন হবে।


881302- 30°612260° vector ২টি বিয়োগ করুন। (উত্তর পোলার এ লিখুন)


৪৫। একটি শর্ট শান্ট ও একটি লং শান্ট কম্পাউন্ড মোটরের সার্কিট ডায়াগ্রাম আঁকুন।


৪৬OP - Amp এর চারটি বৈশিষ্ট্য লিখুন।

৪৭। একটি 40kw, 0.8 lagging pf এ 100 km দীর্ঘ transmission লাইনের জন্য সর্বোচ্চ সাশ্রয়ী voltage নির্ণয় করুন।


নবীনতর পূর্বতন