Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

barc jobs question solution 16 Sept 2022

 Bangladesh agriculture Research Council jobs question solution 16.09.22


Bangladesh krishi gobeshona prosno solution 

কারক ও বিভক্তি নির্ণয় করুন:

(ক) দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা।

অধিকরণে ৭মী

(খ) তুমি কাকাকে বারণ করে দাও।

উত্তর: কর্ম কারক শূন্য বিভক্তি 

(গ) ছাত্ররা ক্রিকেট খেলে।

উত্তর: কর্ম কারক শূন্য বিভক্তি 

(খ) ফুলে ফুলে ঘর ভরেছে।

অধিকরণে সপ্তমী

(ঙ) পুলিশে খবর দাও।

উত্তর: কর্ম কারক ৭মী বিভক্তি 

সন্ধিবিচ্ছেদ করুন:

(ক) তপোবন = তপঃ+বন

 (খ) রাজ্ঞী = রাজ্+নী

(গ) মনোরম = মনঃ+রম

 (ঘ)  স্বল্প= সু+অল্প

(ঙ) ভ্রাতুষ্পুত্র = ভ্রাতুঃ+ পুত্র 


ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

(ক) পুরুষ সিংহ, 

উত্তর: পুরুষ সিংহের ন্যায়= কর্মধারয় সমাস

(খ) ষড়ঋতু

ছয় ঋতুর সমাহার = দ্বিগু সমাস



(গ) রক্তাক্ত

রক্ত দ্বারা অক্ত = তৃতীয়া তৎপুরুষ 


(ঘ) হাসিমুখ 

হাসি মাখা মুখ= মধ্যলোপী কর্মধারয় 


(ঙ) ন্যায়সঙ্গত

উত্তর: তৎপুরুষ সমাস

Translation into English:

(ক) পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভাল

উত্তর:   Delicious Food is good for health. 

(খ) দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাল

Many drop make light work

(গ) সে আস্তে আস্তে কথা বলে

He talks softly

(ঘ) আমার জন্ম ১৯৯০ সালে

Ans : I was born in 1990


(ঙ) সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে

 Ans: He is going to start a business 



Make sentence with meaning

(ক) At bottom= মূলত

 () Hard times= অসময়

 (5) Blue blood = আভিজাত্য 

 (V) Up and doing. = ইতস্তত 

(3) At daggers drawn = শত্রুতা 


প্রকৃত গতিবেগ ঘণ্টায় ৭ কি.মি. এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে

৩ ঘন্টা লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে ?

উত্তর: ১১ ঘন্টা 

৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কি পরিমান পানি মিশালে সিরাপ ও

পানির অনুপাত ৩:৭ হবে?

উত্তর: ৮০ লিটার


এক কথায় উত্তর দিন:

(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?

উত্তর: ভানুসিংহ

 (খ) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

উত্তর: সুন্দরবন

(গ) একাত্তরের ডায়েরি কার রচনা?

উত্তরঃ সুফিয়া কামাল

 (ঘ) মুক্তির গান চলচিত্রের নির্মাতা কে ?

উত্তর: তারেক মাসুদ 

(3) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? 

উত্তরঃ চন্দ্রাবতী 

(চ) সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? 

উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

(ছ) এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী?

উত্তরঃ ইয়াংসিকিয়াং

 (জ) বিশ্বের শীর্ষ  ঋণদাতা দেশ কোনটি?

উত্তরঃ  যুক্তরাষ্ট্র

 (4) ব্লাক ফরেস্ট কোন দেশে

অবস্থিত? 

উত্তর: জার্মানি

(ঞ) জাপানের আইন সভার নাম কী?

উত্তরঃ ডায়েট 

সংক্ষেপে উত্তর দিন :

(ক) ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে?

উত্তর: ভিন্টন সার্ফ এবং বব

(খ) চন্দ্ৰবৰ্তী কী ?

উত্তরঃ বাংলা লেখার ফ্রন্ট 

(গ) LAN এর পূর্ণরূপ কী?

উত্তর: Local Area Network 


(ঘ) CPU এর অংশ (Components) কয়টি ?

উত্তর: প্রধানত তিনটি 

(ঙ) মেনু বারে কয়টি মেনু থাকে ?

উত্তরঃ ৮ টি বা ৯ টি

(চ) প্রথম মাইক্রোপ্রসেসর এর নাম কী ?

উত্তর: Intel®4004

(3) MS Excel এ কতটি রো আছে ?

উত্তর:  ১০৪৮৫৭৬ টি

(C) কম্পিউটার মেমোরি-কে কী বলা হয় ?

উত্তরঃ  Hard disc

 

(4) Save এর সর্টকাট কমান্ড লিখুন।

উত্তর: ctrl+S

(ঞ) কিবোর্ডে কয়টি Alt Key কে

উত্তর: দুটি


krishi gobeshona


কোন মন্তব্য নেই: