ইজেক্টর এর ব্যবহার

প্রথমে জেনে নেয়া যাক ইজেক্টর আসলে কী? ইজেক্টর হাই প্রসার ভ্যাকুয়াম স্টীমকে লো প্রেসারে রুপান্তর করে। কিন্তু প্রেসার কমলেও এর ভেলোসিটি বেড়ে যায়। ইজেক্টর কমপ্রেসর এবং ভ্যাকুয়াম পাম্পের ন্যায় কাজ করে।ভ্যাকুয়াম পাম্প এবং ইজেক্টর এর মধ্যে পার্থক্য হলো ইজেক্টরে কোন ঘূর্ণায়মান যন্ত্রাংশ নেই। ইলেক্ট্রিসিটির প্রয়োজন হয় না।

স্টীম ইজেক্টর স্টীমের নির্গমন চাপ কমিয়ে স্টীম কন্ডেন্স করতে সাহায্য করে। 


ইজেক্টর কত প্রকার

প্রধানত ইজেক্টর দুই প্রকার

১. সিংগেল স্টেজ ইজেক্টর 

২. মাল্টিস্টেজ ইজেক্টর 


যেখানে ডিসচার্জ প্রেসার ৮০ টর বা এর কাছাকাছি এবং কম্রেশন রেশিও <১০  অর্থাৎ বায়ুমন্ডলীয় চাপের কাছাকাছি রাখার প্রয়োজন হয় সেখানে সিংগেল স্টেজ ইজেক্টর ব্যবহার হয়।


আর যেখানে স্টীম প্রেসার অনেকটা কমানো প্রয়োজন হয় যেমন ৩০ টর থেকে ০.০৫ টর পর্যন্ত সেখানে মাল্টিস্টেজ ইজেক্টর ব্যবহার হয়।


শিল্প কলকারখানায় ইজেক্টর কেন এবং কোথায় কোথায় ব্যবহার হয়? 


সুগার ভ্যাকুয়াম প্যান:  চিনি সিরাপকে ভ্যাকুয়াম এর মাধ্যমে দানাদার করা হয় যখন তখন ইজেক্টর ব্যবহার হয়


তেল কারখানায়:  ব্লিচিং ও ডিঅডোরাইজং  সেকশনে ভ্যাকুয়ামের মাধ্যমে যখন গন্ধ দূর করা হয়।তখন ইজেক্টর ব্যবহার করা হয়


পাওয়ার প্লান্টে কন্ডেন্সার এক্সজসটিং এর সময় ইজেক্টর ব্যবহার হয়। 

এছাড়াও কেমিক্যাল ইন্ডাস্ট্রি,  ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে ভ্যাকুয়াম সেকশনে ইজেক্টর ব্যবহার হয়।

use of ejector


Previous Post Next Post