Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

তামার ধর্ম ও ব্যবহার লিখ।

 তামার ধর্ম (Properties of Copper

(১) তামার রং তামাটে লাল

(২) তামা নরম ও নমনীয়

(৩)বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী

(৪) এর আপেক্ষিক গুরুত্ব 8.95

(৫) এর গলনাঙ্ক 1083° সে. এবং স্ফুটনাঙ্ক 2310° সে.

(6) শুদ্ধ বাতাস ও বিশুদ্ধ পানির সাথে বিক্রয়া করে না।

(৭) হালকা এসিডের সাথে বিক্রিয়া করে না তবে গাঢ় এসিডের সাথে বিক্রিয়া করে।


তামার ব্যবহার (Uses of Copper) 

১. টেলিগ্রাফ, টেলিফোন ও বিদ্যুৎ শিল্পের তার তৈরির জন্য তামা ব্যাপকরূপে ব্যবহৃত হয়

২. তাপ সুপরিবাহী পাত্র নির্মানে এর বিকল্প নেই

৩. তামা প্লেটিং- এর কাজে ব্যবহৃত হয়

৪. সংকর ধাতু তৈরিতে ব্যবহৃত হয়

৫. ফ্রিজ, এয়ারকুলার এর টিউব তৈরিতে ব্যবহৃত হয়

৬) গৃহস্থলির তৈজস পত্র তৈরিতে ব্যবহৃত হয়

৭) বয়লার তৈরিতে ব্যবহার করা হয়,

৮) বিভিন্ন অলংকার তৈরিতেও ব্যবহার করা হয়।


use of copper


No comments: