সিভিল ডিপার্টমেন্ট এমসিকিউ


civil engineering mcq type question 

পুরঃকৌশল বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট  বিষয়ে গুরুত্বপূর্ণ  এমসিকিউ 



এলাকার মানচিত্র অংকন কোন জরিপের উদ্দেশ্য?

উত্তর:  ত্রিভূজায়ন


কাঠের স্লিপারের আয়ু কাল কত?

উত্তরঃ ১০-১২ বছর


ব্যালাস্টের গভীরতা নির্ণয়ের সুত্র?

উত্তর: D=S-B/2


বাঁকের ব্যাসার্ধ নির্নয়ের সূত্র কোনটি?

উত্তর: R=1719/D


রেলওয়েতে শিফটের পরিমাণ নির্নয়ের সূত্র কোনটি?

উত্তরঃ S= L^2/24R


বাংলাদেশে নিয়ন্ত্রিত গতির জন্য ব্রডগেজের রেলপথে অনুমোদিত বাঁকের ডিগ্রি কত?

উত্তর: ১০ degree


TNC এর পূর্ণ অর্থ কি

উত্তর:  Theroetical Nose of Crossing


ম্যাশিনারি কি?

উত্তর: ইট বা পাথরের নির্মান কলাকৌশলকে  ম্যাশিনারি বলে।


 নির্মাণ সামগ্রি অনুযায়ী ম্যাশিনারি কত প্রকার ও কি কি?

উত্তর: নির্মাণ সামগ্রি অনুযায়ী ম্যাশিনারি ৬ প্রকার।

A) স্টোন ম্যাশিনারি

B) ব্রিক ম্যাশিনারি

C) রিইনফোর্ড ব্রিক ম্যাশিনারি

D) কম্পোজিট ম্যাশিনারি

E) হলো-কোংক্রিট ব্লক ম্যাশিনারি

F) লোড বিয়ারিং ওয়াল টাইল ম্যাশিনারি




 

সর্বমোট লোডকে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা দ্বারা ভাগ করিলে ভিত্তির কি পাওয়া যায়?


উত্তর: প্রস্থ।

যে পাইল, পাইল বসানোর স্থানে ঢালাই করা হয়, তাকে কি পাইল বলে?

উত্তর: কাস্ট ইন-সিটু

 


পাইল বসানোর পদ্ধতি কয়টি ও কি কি?

উত্তর: পাইল সাধারণত  চার পদ্ধতিতে

বসান যায়। যেমন

A) ড্রপ- হ্যামার দ্বারা

B) স্টীম হ্যামার দ্বারা

C) ওয়াটার জেট দ্বারা

D) বোরিং দ্বারা

ANC এর পূর্ণ অর্থ কি?

উত্তর: Actual Nose of Crossing


কংক্রিট যথেষ্ট কি সহ্য করতে পারে?

উত্তর:  চাপ পীড়ন


A.S.T.M type-3 কত দিনে কংক্রিট শক্তি অর্জন করতে সক্ষম?

উত্তর: ৭ দিন


কংক্রিটের মোট আয়তনের প্রায় কত ভাগ এগ্রিগেট থাকে।

উত্তর: ৭৫% ভাগ


আর সি. সি কাজে সর্বোচ্চ কত মিমি আকারের এগ্রিগেট ব্যবহার করা হয়।

উত্তর: 25 মিমি


যে সব এগ্রিগেট ৪.৭৫ মিমি চালুনি দিয়ে অতিক্রম করতে সক্ষম তা কোন ধরনের এগ্রিগেট?

উত্তর: সরু দানা

ঠান্ডা অবস্থায় সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সিমেন্টের ওজনের কত%ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়।

উত্তর: ১.৫%


নামফলকে সাক্ষর থাকে তার টেকনিক্যাল নাম কি?

উত্তর: ফ্রগ



মিশ্রনের উচ্চতা ৩ সেমি কমে গেলে তাকে কি বলা হয়?

 মিশ্রনের নতি 3 সেমি


ভাইব্রেটেড কংক্রিটের অনুমোদিত নতির মান কত?

 12 mm হতে 25 মিমি

সমান কত স্তর দ্বারা কংক্রিট ভরাট করা হয়?

 ৪ স্তর দ্বারা


১৬ মিমি ব্যাসের সিলিন্ডার কে কত সেমি রড দ্বারা গাদানো হয়?

 60 সেমি


কয়টি কারণে স্প্রেড ফুটিং হইতে পারে?


উত্তর: ৪টি



 বহুতল বিশিষ্ট ইমারতের জন্য নিরাপদ

সহক কত ধরা হয়?


উত্তর: ১-২/১.৫-২/২.৫-৩


 উপকূলীয় অঞ্চলে ইমারতের উচ্চতা প্রস্থের কত গুণের কম হইলে উয়িন্ড লোড বিবেচনা করা হয় না।

উত্তর:  ২


মাটি তদন্তের জন্য Probing পদ্ধতিতে যে ষ্টীল বার ব্যবহার করা হয় তার ব্যাস কত?

উত্তর:  ২৫-৪০ মিমি।


 কত মিটার গভীরতা পর্যন্ত আগর বোরিংপদ্ধতি স্বচ্ছন্দে ব্যবহার করা যাইতে পারে?

উত্তর:  ১৫মিটার।


 নরম মাটি, কঠিন মাটি, সংশক্তিপূর্ণ মাটি এবং মিহি বালির ক্ষেত্রে মাটি তদন্ত এর পদ্ধতিগুলোর মদ্যে কেনটি প্রযোজ্য?

উত্তর:  আগর বোরিং।



ফাউন্ডেশন কাকে বলে

উত্তর: কাঠামোর সর্বনিম্ন অংশকে ভিত্তি  বা ফাউন্ডেশন বলে? 


ভিত্তি প্রধানত কয় প্রকার কি কি?

ফাউন্ডেশন  প্রধানত দুই প্রকার

১) অগভীর ভিত্তি

২) গভীর ভিত্তি


কাঠামোর উপর ক্রিয়ারত লোডগুলো কি কি?

উত্তর: কাঠামোর উপর তিন প্রকার লোডক্রিয়া করে যেমন

১) ডেড লোড (Dead load), ২) লাইভ

লোড (Live Load), ৩) উইন্ড লোড

টেষ্ট সিলিন্ডার পদ্ধতির জন্য কত ব্যাসের দুইমুখ খোলা ফাঁপা লোহার পাইপ ব্যবহৃত হয়?

উত্তর: ১ থেকে ১.৫ মিটার।


মাট তদন্ত এর পদ্ধতিগুলো কি কি?

উত্তর: মাটি তদন্ত এর পদ্ধতি সমূহ

ক) পরিদর্শন (Inspection)

খ) গর্ত পরীক্ষঅ বা ওপেন প্রায়াল পিট

(Test Pit)

গ) শলাকা পদ্ধতি (Probing)

 ছিদ্র পরীক্ষা (Boring)

ক) আগর বোরিং (Auger boring)

খ) ওয়াশ বোরিং (Wash boring)

গ) পারকুশন বোরিং (Percussion boring )

ঘ) কোর ড্রিলিং (Core Drilling)

ঙ) টেষ্ট সিলিন্ডার (Test Cylinder)


 জিও ফিজিক্যাল পদ্ধতি (Geo Physical

method)

ক) সিসমিক রিফ্রাকশন (Seismic

refraction)

 খ)মইলেকট্রক্যাল (Electrical resistivity

method)

গ) সাব সারফেস সাইন্ডিং (Sub surface

sounding)


ডেড লোড কাকে বলে?

কাঠামোর নিজস্ব ওজনকে 


লাইভ লোড বলতে কি বুঝ?

উত্তরঃ কাঠামোর উপর

চাপানো লাডকে লাইভ লোড বলে


প্রতি ঘনমিটার dry sand এর ওজন কত?

উত্তর: ১৬০০ কেজি


প্রতি ঘনমিটার RCC এর ওজন কোনটি?

উত্তরঃ ২৪০০ কেজি/২২৪০ কেজি/১৯২০

কেজি।

AISC পূর্ণ রুপ কী 

উত্তর:  American Institute of Steel

Construction


 ঢালু ছাদের উন্মুক্ত পার্শ্বে ন্যূনতম বায়ুর

চাপ কত ধারা হয়?

উত্তর: ৫০ kg/m2


সিমেন্টের ক্ষেত্রে ডেড লোড কত ধরা

হয়?

উত্তর: ১০৪০ কেজি/ঘনমিটার।


 প্রতি ঘনমিটার বিটুমিন এর ওজন কত?

উত্তর: ১০৪০ কেজি।


 মাটির ভার বহন ক্ষমতার একক কি?

উত্তর:  কেজি/বর্গমিটার।


 শুকনা এবং দৃঢ়বদ্ধ মোটা বালি বিশিষ্ট মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা কত?

উত্তর: ৪.৫ কেজি/বর্গ সেন্টিমিটার


আগর বোরিং পদ্ধতিতে কত সেন্টিমিটার পর পর মাটির নমুনা সংগ্রহ করা হয়?

উত্তর:  ৩০ সেন্টিমিটার।


পারকুশন বোরিং পদ্দতিতে ব্যবহৃত ওয়াশ পাইপের ব্যাস কত?

উত্তর:  ২.৫ সেন্টিমিটার।


পাথুরে মাটি অথবা বোল্ডার যুক্ত মাটির বোলার মাটি তদন্তের পদ্ধতিতে গুলোর মধ্যে কোনটি প্রযোজ্য?

উত্তর: পারকুশন


মাটির ভার বহন ক্ষমতা নির্ণয়ের জন্য টেষ্ট সিলিন্ডার পদ্ধাতি কোথায় ব্যবহৃত হয়?


উত্তর: কাঁদা ও বেঁলে মাটি অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকিলে সে ক্ষেত্রে যেমন: ব্রীজ,

টাওয়ার, বাঁধ ইত্যাদি)।



এআইএসসি কোড অনুযায়ী কাঠামোর উন্মুক্ত পার্শে বায়ুচাপের পরিমান কত ধরা হয়?


উত্তর:৯৮ কেজি/বর্গমিটার


ক্রশিং স্ট্রেংথ ২৮ দিনে কত kg/cm2 এর কম হওয়া উচিত নয়?

 175.8 kg/cm2


বিশেষ ধরনের কংক্রিট কত প্রকার?

৫ প্রকার


আর সি সি কাজে এগ্রিগেটের সর্বোচ্চ আকার কত?

 20 মিমি হতে 25 মিমি


সাধারনত পোর্টল্যান্ড সিমেন্ট ৭ দিনে কত kg/cm2 শক্তি অর্জন করতে সক্ষম হবে। 

25 kg/cm2



হাতুরীর ওজন, পাইলের ওজনের কত %

এর কম হওয়া উচিত?

উত্তরঃ ৫০%।


 তাহুরীর ওজন সাধারণতঃ ২ থেকে ৪টন

এবং ষ্ট্রোক দৈষ্য/পতন দৈঘ্য সাধারণত

- মিটার হয়ে থাকে।

উত্তরঃ ১.৫মিটার।


 কেইসন কি?

উত্তর: পানির নীচে যথাস্থানে ভিত্তি

স্থাপনের জন্য যে কাঠামো ব্যবহৃত হয়

তাহাকে কেইসন বলে।


 ভিত্তির গভীরতা নূন্যতম কত ধরিতে

হয়?

উত্তরঃ ৯০ সেন্টিমিটার


প্রতি ঘনমিটার সিমেন্টের ওজন কত?

 1440 কেজি


M20 কংক্রিট মিশ্রনের অনুপাত কত?

১:১.৫:৩


মিশ্রনের উচ্চতা ৩ সেমি কমে গেলে তাকে কি বলা হয়? 

মিশ্রনের নতি 3 সেমি


ফেরো সিমেন্ট কংক্রিটের পুরুত্ব কত হয়ে থাকে?

 ১ থেকে ৪ সেমি


কংক্রিট স্থাপনের সময় তাপমাত্রা কমপক্ষে কত হওয়া উচিত?

 4.5%


১০০ তাপমাত্রায় কিউরিং করলে ২৮ দিনে কংক্রিটের শক্তি সর্বোচ্চ শক্তির শতকরা কত% পাওয়া যায়?

উত্তর: ৩০°C

চুন মসলা দ্বারা প্রতিদিন কত মিটারের বেশি কাজ করা উচিত নয়।

উত্তর: 1 মি


স্যান্ড পাইলের গর্তের ব্যাস কত হয়ে থাকে?

উত্তর: ২০-৪০ সেমি


স্যান্ড পাইল কোথায় স্থাপন করা হয়।?

উত্তর: কলামের নিচে।


নির্মান সামগ্রী অনুযায়ী পাইল কত প্রকার?

উত্তর: ২ প্রকার


ইটের গাথুনির জোড়ের পুরুত্ত কোন অবস্থাতে কত মিমি এর বেশি হবে না?

উত্তর: ১৩ মিমি


ভিত্তির ঢালাই এর উপর কমপক্ষে কত সেমি গভীর করে মসলা বিছিয়ে দিতে হবে?

উত্তর: ১.৫ সেমি।


হেডারের মাপ (প্রচলিত ইটে) কত মিমি হবে?

উত্তর: 127*76 মিমি


সিলেট বালির এফ এম কত?

উত্তর: 2.6


কোন ধরনের এগ্রিগেট উচ্চ শক্তি প্রদান করে?

উত্তর: কোণাকৃতি


সাধারনত ইমারত নির্মানে মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়?

উত্তর: অ্যাগার বোরিং


কোন ক্ষেত্রে যুক্ত ফুটিং ব্যবহার করা হয়?

উত্তর: ফুটিং ওভার ল্যাপ করলে।


ভরাট মাটির ক্ষেত্রে উপযোগী

উত্তর: কফার ড্যাম


গাঁথুনিকে খাড়া লেভেলে যাচাই করার জন্য ব্যবহার হয়?

উত্তর: প্লাম্ব বব


সিঁড়িতে রাইজারের মাপ কত?

উত্তর:  ১২-১৯ সেমি।


সিঁড়িতে প্রতিটি ধাপের সামনে যে অংশটুকু বাড়তি থাকে

উত্তর: নোজিং



নিরক্ষরেখার কেন্দ্র হতে উত্তরে বা দক্ষিনে কোন স্থানের কৌনিক দুরত্বকে কী বলে?

উত্তর: অক্ষাংশ 


L M T এর পূর্ণরুপ কী

উত্তর: Local mean time


বৃত্তাকার বাঁক কত প্রকার?

উত্তর: ৩ প্রকার


দুর্বল ফোকাসিং জনিত ত্রুটি কোনটিতে থাকে?

উত্তর: প্যারালাক্স


সড়ক পথের ক্ষেত্রে কেন্দ্রাতিক অনুপাতের সর্বোচ্চ মান কত?

উত্তর:  ১/৪


সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমন্টাল এমসিকিউ টাইপ প্রশ্ন


Previous Post Next Post