বাংলা ব্যাকরনের বাক্য তত্ত্বের কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়? 

বাক্য তত্ত্ব: মানুষের বাক প্রত্যঙ্গজাত ধনী সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বা প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য। বাক্যের মধ্যে কোন পদের পর কোন পদ বসে কোন পদের স্থান কোথায় বাক্যতত্ত্বে এসবের পূর্ণ বিশ্লেষণ থাকে। 


বাক্য তত্ত্বে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা আছে 

বাক্যের প্রকার, বাক্যের বিশ্লেষণ,  বাক্য রীতি, বাক্যে শব্দের বিশিষ্ট প্রয়োগ, বাগধারা, বিভিন্ন প্রকার বাক্যের গঠন প্রণালী, 

বাক্য তত্ত্বের অপর নাম কি 

উত্তর: পদক্রম

 

Previous Post Next Post