বাংলা সাহিত্য বিষয়ক এমসিকিউ


খেলা রাম খেলে যা কার রচনা? 

উত্তর: সৈয়দ শামসুল হক।

খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? 

উত্তর: কাব্য রচনা

কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়?

উত্তর: ঢাকা কেন্দ্রীয় কারাগারে। 

গ্রানাডার শেষ বীর কার রচনা?

উত্তর: এস ওয়াজেদ আলীর

চৈতন্য দেব জন্মগ্রহণ করেন কোথায়?

উত্তর: নবদ্বীপে।

জিব্রাইলের ডানার গল্পকার কে?

উত্তর: শাহেদ আলী।

তারাবাঈ কার লেখা নাটক?

উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়। 

দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে?

উত্তরঃ মনসুর বয়াতি।

The Caltive ladie র রচয়িতা কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত 

দন্তকারণ্য কার লেখা?

উত্তর: মুনীর চৌধুরী 

ধন্যবাদ কবিতাটি কার লেখা?

উত্তর: আহসান হাবিব 

নৈবেদ্য কার লেখা গ্রন্থ? 

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর এর।

নবী কাহিনী কার লেখা?

উত্তর: কাজী ইমদাদুল হক।

নয়া খান্দান কার লেখা?

উত্তর: নূরুল মোমেন। 

নবীন মাধক কোন নাটকের চরিত্র? 

উত্তরঃ নীল দর্পন

নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা কে?

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তরঃ বুদ্ধদেব বসু। 

নুরনামা কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: আবদুল হাকিম।

সারদা মঙ্গল কাব্যটি কার রচনা?

উত্তর: বিহারীলাল চক্রবর্তী 

সাঁঝের মায়া কার লেখা? 

উত্তর: সুফিয়া কামাল।

সভ্যতার সঙ্কট গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর 

সনেট কোন ভাষার শব্দ? 

উত্তর: ইটালিয়ান।

সন্ধ্যা কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: কাজী নজরুল ইসলাম 

সংস্কৃতির চড়াই উৎরাই কার লেখা?

উত্তর: শওকত ওসমান 

অভিশপ্ত নগরী উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: সত্যেন সেন।

অভাগীর  স্বর্গ গল্পের রচয়িতা কে? 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 


সধবার একাদশী কার  রচনা?

উত্তরঃ দীনবন্ধু মিত্র 

পথিক তুমি পথ হারিয়েছো কথাটি কার? 

উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় 

Previous Post Next Post