যে জ্বালানী ধোঁয়ামুক্ত
সাব বিটুমিনাস জ্বালানি হলো ধোঁয়ামুক্ত ও পরিচ্ছন্ন জ্বালানি। এটা কয়লা জাতীয় পদার্থ।
কয়লার মূল উপাদান হলো কার্বন।তাপ উৎপাদন ক্ষমতা ও কার্বনের উপর ভিত্তি করে কয়লা চার প্রকার
১. সাব বিটুমিনাস
২. অ্যানথ্রাসাইট: অ্যানথ্রাসাইট কয়লাতে কার্বন বেশি থাকে।অ্যাবথ্রাসাইট কয়লা অধিকাংশ ক্ষেত্রে বাড়ি ঘর উষ্ণ রাখার জন্য ব্যবহার করা হয়।
৩. বিটুমিনাস: বিটুমিনাস প্রধানত বিদ্যুৎ উৎপাদন ও ইস্পাত শিল্পে কোক-কয়লা উৎপাদনে ব্যবহার করা হয়।
৪. লিগনাইট কয়লা: লিগনাইট কয়লা পোড়ানো হলে সবচেয়ে কম তাপ উৎপন্ন হয়। লিগনাইট কয়লার অপর নাম পিট কয়লা।পিট কয়লাকে ব্রাউন কয়লাও বলা হয়।পিট কয়লা বৈশিষ্ট্য হলো এটা নরম ও ভেজা জাতীয়।
আইভরি ব্ল্যাক কী?
উত্তর: আইভরি ব্ল্যাক হলো অস্থিজ কয়লা।
কোনটি কয়লার মান নষ্ট করে?
উত্তরঃ সালফার।
No comments:
Post a Comment