Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১২/১২/২০২২

পুরকৌশল বিভাগের প্রশ্নোত্তর

 সড়ক বিভাগ সিভিল ডিপার্টমেন্ট সাধারণ জ্ঞান


রেল সড়কের উৎপত্তি কোন দেশে?

উত্তর: ইংল্যান্ডে


রেলে কত ধরনের স্পাইক ব্যবহার হয়? 

উত্তর: ৪ প্রকার।

ক্রান্তিবাক কত প্রকার? 

উত্তর: ৩ প্রকার


সড়ক ও জনপথের নিয়মানুসারে মহাসড়কের পাশে কত মিটারের মধ্যে স্থাপনা রাখা যাবে না।

উত্তর: ১০ মিটার।

সড়কের স্লোপ কত দেয়া হয়? 

উত্তর: ১ঃ২

সড়কের সর্বনিম্ন স্তরকে কি বলে?

উত্তর: সাবগ্রেড

সড়কের পৃষ্ঠের সর্বোচ্চ বিন্দুকে কি বলে?

উত্তর: ক্রাউন


সড়কের ক্ষেত্রে কেন্দ্রাতিক অনুপাত কত?

উত্তর: ১/৪

রেলের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাত কত?

উত্তর: ১/৮

ট্রাফিক সিগন্যাল কত প্রকার? 

উত্তরঃ ৩ প্রকার

সড়ক সন্ধি কত প্রকার?

উত্তর: পাঁচ প্রকার

সড়কে লেনের প্রস্থ কত?

উত্তর: ৩.৮ মি

ট্রান্সপোর্টেশনকে কত ভাগে ভাগ করা যায়? 

উত্তর: চারভাগে।

ন্যাশনাল হাইওয়ের ন্যূন্যতম রাইট অব ওয়ের প্রস্থ কত?

উত্তরঃ ৩০ মি

রিজিড পেভমেন্টের ক্যাম্বার কত দেয়া হয়?

উত্তর: ১ঃ৬০