জেনে নিন বিভিন্ন দেশের পূর্ব নাম
যেসব দেশ ও রাজ্যের নাম পরিবর্তন হয়েছে।
ইথিওপিয়া এর পূর্ব নাম কি?
উত্তরঃ আবিসিনিয়া
তুর্কির আংকারার পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ আংগোরা
লেসোথো এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ বাসুটোল্যান্ড
ইন্দোনেশিয়ার যাকার্তার পূর্ব নাম কি ছিল?
উত্তর: বাতাভিয়া
শ্রীলংকার পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ সিলন
নরওয়ে এর ওসলো শহরের পূর্ব নাম কি ছিল?
উত্তর: ক্রিস্টিনা
ঘানা এর পূর্ব নাম কি ছিল?
উত্তর: গোল্ড কোস্ট
তাইওয়ান এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ ফরমসা
থাইল্যান্ডের পূর্ব নাম কি ছিল
উত্তর: সিয়াম
ন্যামিবিয়ার পূর্ব নাম কি ছিল
উত্তরঃ সাউথ ওয়েস্ট আফ্রিকা
ভলভোগ্রাড এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ স্ট্যালিনগ্রাড
তানজানিয়ার পূর্ব নাম কি ছিল?
উত্তর: তানজেনেইকা এ্যন্ড যানজিবার
ইকুউয়েটোরিয়াল গিনি এর পূর্ব নাম কি ছিল?
উত্তর: স্প্যানিশ গিনি
হাওয়াইন আইল্যান্ডের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ স্যান্ডউইচ আইল্যান্ড
বেইজিং এর পূর্ব নাম কি ছিল?
উত্তর: পেকিং
ইসলামাবাদ এর পূর্ব নাম কি ছিল?
উত্তর: রাজশাহী
ত্রিপলীর পূর্ব নাম কি ছিল?
উত্তর: Oea
মালী এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ নায়াসাল্যান্ড
জাম্বিয়া এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ নর্দান রোডিসিয়া
জিম্বাবুয়ে এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ রোডিসিয়া
জাপান এর পূর্ব নাম কি ছিল?
উত্তর: নিপ্পন
ভানুতু এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ নিউ হেব্রিডেস
লাহোর এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ মাহমুদপুর
কম্বোডিয়া এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ কাম্পুচেয়া
নেদারল্যান্ডের পূর্ব নাম কি ছিল?
কালবুর্গী এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ গুলবার্জা
হুব্বাল্লি এর পূর্ব নাম কী ছিল?
উত্তরঃ হুবলী
বেলাগাভি এর পূর্ব নাম কি ছিল?
উত্তর: বেলজিয়াম
পানাজি এর পূর্ব নাম কি ছিল
উত্তরঃ পানজিম
Leave a Comment