বায়ুমন্ডলের চাপের গানিতিক ফর্মূলা
আমরা জানি বাতাসের ওজন আছে তাই ওজন চাপ প্রয়োগ করে সমুদ্রপৃষ্ঠ হতে যতদূর পর্যন্ত বাতাস আছে।সেই উচ্চতায় বাতাস প্রতি বর্গ সেন্টিমিটারে ১.০৩ কেজি চাপ প্রয়োগ করে। সুতরাং বায়ুমন্ডলের চাপ বা এক বার চাপ উচ্চতায়
h= 76 cm Hg
= 76×13.6cm of H2O
= 10.33 m of H2O
=10.33×3.28 ft of H2O
=33.88 ft of H2O
= 1 bar
আবার একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল দ্বারা
P= wh =13.6 gm/cm^3 × 76cm
=1033.6 gm/cm^2
=1.033×9.81 N/cm2
= 10.14 N/cm2
=101.4 kpa
=1 bar
ভূমন্ডলের প্রায় 640 km উচ্চতা পর্যন্ত বায়ু আছে।
No comments:
Post a Comment