Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

৩১/০১/২০২৩

বৃটিশ ভারতের বিভিন্ন লর্ড ও তাদের কাজ সম্পর্কে

ইংরেজ আমলে যারা লর্ড ছিল


ইংরেজ শাসন আমলে যে ১৪ জন শাসক বা লর্ড উপমহাদেশ শাসন করেছিল তাদের নাম ও তাদের বিশেষ বিশেষ কিছু কাজ উল্লেখ করা হলো

 লর্ড  ওয়ারেন হেস্টিংস 

ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস। 

উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড গঠন করে লর্ড ওয়ারেন হেস্টিংস। 

পাঁচশাল বন্দোবস্তো প্রবর্তন  করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 

দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 

ওয়ারেন হেস্টিংস বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে আসেন।


লর্ড কর্নওয়ালিস

লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত করেন ১৭৯৩ সালে।

ইন্ডিয়ান সিভিল সার্ভিস  বিধি প্রনয়ণ করেন। 

লর্ড কর্নওয়ালিস দশসালা বন্দোবস্ত চালু করেন। 

সূর্যাস্ত আইন চালু করেন লর্ড কর্নওয়ালিস।


লর্ড ওয়েলসলি

অধিনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন।


লর্ড উইলিয়াম বেনটিঙ্ক

লর্ড উইলিয়াম বেনটিঙ্ক ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত করেন। 

ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রণয়ন ও প্রসারে আইন করেন লর্ড উইলিয়াম বেনটিঙ্ক।



লর্ড ডালহৌসি 

লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করেন। সত্ত্ব বিলোপ নীতি  চালু করেন। লর্ড ডালহৌসির আমলে উপমহাদেশে প্রথম রেল চালু হয়। পোস্ট এবং টেলিগ্রাফ চালু হয় লর্ড ডালহৌসির আমলে।


লর্ড ক্যানিং 

লর্ড ক্যানিং এর আমলে প্রথম কাগজের টাকা চালু হয়। পাক-ভারত উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করেন। 


লর্ড মেয়োর

ভারতবর্ষে লর্ড মেয়োর  এর আমলে অর্থাৎ  উপমহাদেশে ১৮৭২ সালে প্রথম আদমশুমারী চালু হয়। 

লর্ড লিটন

১৭৭৮ লর্ড লিটনের আমলে অস্ত্র আইন পাশ হয় এবং বিনা লাইসেন্সে অস্ত্র নিষিদ্ধ করা হয়। ১৭৭৮ সালে লর্ড লিটন  সংবাদপত্র আইন পাশ করেন। 


লর্ড রিপন

লর্ড রিপন এর আমলে হান্টার কমিশ গঠন করা হয়। সংবাদপত্র আইন রহিত করা হয়। ইলবার্ট বিন প্রণয়ন করা হয়। ১৮৮১ সালে লর্ড রিপন ফ্যাক্টরি আইন পাশ করেন। 


লর্ড কার্জন

১৯০৫ সালে বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন।লর্ড কার্জন ইম্পেরিয়াল লাইব্রেরি, কলকাতায় ভারতের বৃহত্তম গ্রন্থাগার তৈরি করেন।


লর্ড মিন্টো 

লর্ড মিন্টো মর্লি-মিন্টো আইন প্রবর্তন করেন। 


লর্ড হার্ডিঞ্জ 

লর্ড হার্ডিঞ্জ ১৯১১ সালে বঙ্গভঙ্গ রোধের সুপারিশ করেন। ১৯১১ সালে বৃটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন।


লর্ড চেমসফোর্ড

 মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন প্রনয়ণ করেন। ১৯১৪ সালে রওলাট আইন প্রবর্তন করেন। 

লর্ড মাউন্টব্যাটেন

ব্রিটিশ ভারতের সর্বশেষ লর্ড হলো লর্ড লর্ড মাউন্টব্যাটেন।