ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি কে আবিষ্কার করেন? 

১৯০৩ সালে ডাচ চিকিৎসক  উইলিয়াম ইনথোভেন প্রথম ব্যবহারিক ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি আবিষ্কার করেন। কার্ডিওগ্রাফি মেশিন আবিষ্কারের জন্য ইনথোভেন নোবেল পুরষ্কার পান।  মেশিনটি হার্টের রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। সংক্ষেপে ইলেক্ট্রোকার্ডিওগ্রাফিকে ইসিজি বা ইকেজি নামে ডাকা হয়।ইনথোভেন ১৮৬০ সালে জন্মগ্রহণ করেন ও ১৯২৭ সালে মৃত্যু বরণ করেন। 

Previous Post Next Post