বাতাস যেভাবে প্রবাহিত হয় 

অনেকের মনে প্রশ্ন জাগে বাতাস কিভাবে তৈরি হয়।শান্ত আবহাওয়া কেন অশান্ত হয়ে যায়।ঝড় কেন তৈরি হয়।এই যে এখন শান্ত পরিবেশ কোন বাতাস নাই।অথচ মূহুর্তের মধ্যে বাতার কোথা থেকে আসে? 


আমরা জানি পৃথিবীর বায়ুমন্ডল অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প ও স্বল্প মাত্রায় অন্যান্য গ্যসীয় পদার্থ দ্বারা পূর্ণ।  বাতাসের প্রবাহ কোন দিকে হবে তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন পরিবেশের অবস্থা, জায়গা বা অবস্থান, পৃথিবীর ঘূর্ণন ইত্যাদি।  সাধারণত  বাতাস বেশি চাপের এলাকা থেকে কম চাপের এলাকায় প্রবাহিত হয়।অর্থাৎ কোন জায়গার উষ্ণতা বেড়ে গেলে বাতাসের জলীয়বাষ্প কমে যায় বাতাস হালকা হয়ে যায়।আর ঠান্ডা এলাকায় বাতাসের চাপ বেশি থাকে তাই বাতাস ঠান্ডা এলাকা থেকে গরম এলাকায় প্রবাহিত হয়। এভাবে ঝড় বা ঝড়ো হাওয়া তৈরি হয়।

Previous Post Next Post