পর্তুগিজরা বাংলায় কবে আসেন?

 ভারতে পর্তুগিজদের আগমন 

১৪৯৮ সালের ২৭ মে পর্তুগিজ দুঃসাহসিক নাবিক ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে তিনটি  তরী নিয়ে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে আগমন করেন। পর্তুগিজরা ১৫১৬ সালে প্রথম বাংলায় আসে। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিলেন পর্তুগিজরা 

Blogger দ্বারা পরিচালিত.