আতকামা মরুভূমি কোথায় অবস্থিত?





(a) চিলি
ব্যাখ্যাঃ আতাকামা মরুভূমি উত্তর চিলতে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও বৃষ্টিপাতহীন মরুভূমি আতা কামা। আতকামা মরুভূমিতে প্রতি ১০০ বছরে দু তিনবার বৃষ্টি হয়। আতাকামা মরুভূমিতে মূল্যবান নাইট্রেট পাওয়া যায়। উনিশ শতকের দিকে মরুভূমিটি নিয়ে বা অঞ্চলটি নিয়ে চিলি, পেরু ও বলিভিয়ার মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। আতাকামা মরুভূমির আয়তন ১০৫০০০ বর্গ কিলোমিটার।


Previous Post Next Post