বিখ্যাত সুড়ঙ্গপথগুলো


ইউরো টানেল কোথায় অবস্থিত? 

উত্তর: যুক্তরাজ্য ফ্রান্স 

ইউরো টানেলে দৈর্ঘ্য কত? 

৪৯৮৮ কিলোমিটার 

রিকেন কোন দেশের সুড়ঙ্গপথ? 

সুইজারল্যান্ড

 মন্ট সেনিজ কোন দেশের সুড়ঙ্গ পথ? 

ইতালিতে 

আলবার্গ সুড়ঙ্গ পথটি কোথায় অবস্থিত? 

অস্ট্রিয়াতে 

ওটিয়া সুড়ঙ্গ পথটি কোথায় অবস্থিত? 

নিউজিল্যান্ড 

সেইকান সুড়ঙ্গ পথ কোন দেশে অবস্থিত? 

জাপান 

সেইকান দীর্ঘতম রেল সুড়ঙ্গ পথের দৈর্ঘ্য কত? 

৫৩.১০ কিমি।

বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ কোনটি? 

সেইকান,জাপান

বিশ্বের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ কোনটা? 

ইউরো টানেল 

পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম এর নাম কি? 

সোনপুর প্ল্যাটফর্ম ভারত 

সমুদ্রের নিচে পৃথিবীর দীর্ঘতম সড়ক কোথায় অবস্থিত? 

জাপান 

ইংল্যান্ডে দীর্ঘতম সুড়ঙ্গ পথটির নাম কী?

ইস্ট ফিঞ্চলি মর্ডেন।

ইতালির দীর্ঘতম সুড়ঙ্গ পথ কোনটা?

উত্তর: আপেনাইন (২৫.৭৫ কিলোমিটার) 

মোফোত কোন দেশের সুড়ঙ্গ পথের নাম? 

যুক্তরাষ্ট্র 

প্রিন্সেস ডায়না কোন সুড়ঙ্গ পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন? 

উত্তর: আলমা ডি টানেল।

Previous Post Next Post