ক্লাচ কী?

ক্লাচ এক ধরনের মেকানিক্যাল ডিভাইস। যা গাড়ি ও ড্রিলিং মেশিনে ব্যবহার করা হয়। গাড়িতে যে ক্লাচ ব্যবহার হয় তা মূলত মোটর ও ট্রান্সমিশন শ্যাফটের সাথে যুক্ত থাকে।ক্লাচের মাধ্যমে হুইল শ্যাফটে পাওয়ার ট্রান্সমিশন বন্ধ  অর্থাৎ  সংযোগ বিচ্ছিন্ন করা যায়। ফলে গাড়ি বন্ধ না করে সহজে গিয়ার পাল্টানো যায়।যার ফলে ইঞ্জিন ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

ক্লাচ কত প্রকার ও কী কী? 

ক্লাচ বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন,

ক. ফ্রিকশন ক্লাচ (Friction Clutch)

খ. কন ক্লাচ (Cone Clutch)

গ. ওভার রানিং ক্লাচ (Over Running Clutch)

ঘ. সেফটি ক্লাচ (Safty Clutch)

ঙ. হাইড্রলিক ক্লাচ (Hydraulic Clutch) 

চ. ইলেকট্রোম্যাগনেটিক ক্লাচ (Electromagnetic Clutch)

ছ. ডগ ক্লাচ (Dog Clutch)

জ. সিংগেল প্লেট ক্লাচ (Single Plate Clutch)

ক্লাচ কত প্রকার ও কী কী



Previous Post Next Post