ওয়ার্ল্ড রেকর্ডস এ পৃথিবীর সবচেয়ে বয়স্ক মুরগি


মুরগি (hen) একটি অতি পরিচিত  গৃহপালিত প্রাণী। মুরগি সাধারণত ৫ থেকে ১০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু আমেরিকার মিশিগানের পিনাট নামের একটি মুরগি  ২০ বছর ধরে বেঁচে আছে। গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ সবচেয়ে বয়স্ক ও জীবন্ত মুরগি হিসাবে  তার নাম লিপিবদ্ধ হয়েছে। পিনাট ২০০২ সালে গ্রীষ্মকালে জন্ম নেন। ১ মার্চ ২০২৩ সাল পর্যন্ত তার বয়স ২০ বছর ৩০৪ দিন। ড.জুলিয়া পার্কার একজন পশু চিকিৎসক। তিনি মুরগিটির বয়স নিশ্চিত করেন।  ২০ বছর বয়সী মুরগিটির মালিক মার্সি ডারউইন। তিনি একজন অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান। 

পৃথিবীর সবচেয়ে বয়স্ক ও এখন পর্যন্ত জীবিত পিনাট নামক মুরগি হলেও এযাবৎকালের সবচেয়ে বয়স্ক মুরগির নাম মাফি। মাফি নামক মুরগিটি ১৯৮৯ সালে ইউএসএ তে জন্ম নেয় ও ২০১২ সালে মারা যায়।  মাফি ২৩ বছর ১১২ দিন বেঁচে ছিল।

Previous Post Next Post