Falcon Supernova iPhone-৬ pink diamond
মোবাইল যে মানুষের অতি দরকারী এক ইলেকট্রোনিকস ডিভাইস তা বলার অপেক্ষা রাখে না।২০২১ সালে পুরো পৃথিবীতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৭.১ বিলিয়ন আর ২০২২ সালে ৭.২৬ বিলিয়ন এবং আগামী ২০২৫ সালে পুরো পৃথিবীতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ৭.৪৯ বিলিয়ন। যাইহোক আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে দামী মোবাইলের নাম ও দাম আর দামী মোবাইল কি দিয়ে তৈরি হয়। পৃথিবীর সবচেয়ে দামী মোবাইল মোবাইলের না ফ্যালকন সুপারনোভা সিক্স আইফোন পিংক ডায়মন্ড। আমেরিকার নিউইয়র্ক ভিত্তিক কোম্পানি ফ্যালকন এই আইফোন সিক্স সিরিজের হ্যান্ডসেটটি তৈরি করে। ২০০৪ সালে মোবাইলটির ডিজাইন করা হয় এবং ২০২১ সালে এই সিরিজের মোবাইল বাজারে আসে।
পৃথিবীর সবচেয়ে দামী মোবাইলের দাম
সবচেয়ে দামী মোবাইল Falcon Supernova iPhone-6 pink diamond এর দাম ৪৮.৫ মিলিয়ন ডলার যা টকায় হিসাব করলে ৪৮০ কোটির বেশি।এই সিরিজের আরো দুটি মোবাইল আছে সেগুলো হলো iPhone-6 orange diamond (42.5 million) এবং iPhone-6 blue diamond (32.5 million)
সবচেয়ে দামী মোবাইল যা দিয়ে তৈরি
Falcon Supernova iPhone-৬ pink diamond মোবাইলটি প্লাটিনাম, ২৪ ক্যারেটের সোনা (রোজ গোল্ড) ও পিংক ডায়মন্ড দিয়ে তৈরি।
![]() |
Most expensive mobile iPhone -6 pink diamond |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন