গ্রহ ও সাত দিনের নামের নামকরণের ইতিহাস 


 বাংলা বারোমাস ও সাতদিনের নামকরণ ও নামকরণের ইতিহাস জানতে হলো বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের নামকরণ ইতিহাস সম্পর্কে জানতে হবে। সূর্যের আটটি গ্রহ রয়েছে। সূর্য হতে দূরত্ব অনুযায়ী গ্রহগুলোকে সাজিয়ে এর নামকরণ কিভাবে হলো তা বর্ণনা করা হলো।

সৌরজগতের ৮ টি গ্রহের নামকরণ

সৌরজগতের গ্রহগুলোর নাম বিভিন্ন রোমান দেবতার নামানুসারে করা হয়েছে যেমন,

মার্কিউরী (mercury): মারকিউরি গ্রহ রোমান বানিজ্য দেবতার নামানুসারে করা।

ভেনাস ( Venus):  রোমান দেবতা ভেনাস  হলো ভালবাসা ও সৌন্দর্যের দেবতা।

আর্থ (Earth): 

মার্স ( Mars):  রোমান যুদ্ধ দেবতার নামানুসারে। 

জুপিটার ( Jupiter): রোমান  দেবতাদের নাম।

 স্যাটরান  ( Saturn): রেমান কৃষি দেবতার নামানুসারে। 

ইউরেনাস (Uranus): রোমান স্বর্গের দেবতার নামানুসারে। 

নেপচুন (Neptune) : রোমান সমুদ্র দেবতার নামানুসারে। 

বর্তমানে প্লুটো সৌরজগতের গ্রহ নয়।


বাংলায় গ্রহগুলোর নাম ও  সাত দিনের নাম যেভাবে হলো। 

বাংলায় সাতদিনের নামের মধ্যে ৬ টি নাম এসেছে সৌরজগতের ৬ টি গ্রহ আর উপগ্রহ চন্দ্রের নামানুসারে। 

বুধের নামকরন কিভাবে হলো? 

চন্দ্রের  পুত্রের নাম  বুধ।

শুক্রবার কিভাবে নামকরণ হলো?

অসুরদের গুরু ও রক্ষক শুক্রাচার্য থেকে শুক্র নামটি এসেছে। 


পৃথিবীর নামকরণ কিভাবে হলো? 

পৃথিবী একটি সংস্কৃত শব্দ। পৃথ্বী থেকে আগত।পৌরাণিক

পৃথুর এর রাজত্ব ছিল পৃথিবী।


মঙ্গল কিভাবে নামকরণ হলো? 

মঙ্গল নামটি এসেছে গ্রহদেবতা মঙ্গল  এর নামানুসারে।

 

বৃহস্পতি নামকরণ কিভাবে হলো? 

গ্রহ দেবতা বৃহস্পতির নামানুসারে বৃহস্পতিবার ও বৃহস্পতি গ্রহের নামকরণ হয়েছে।


শনি নামটি কিভাবে হলো

শনি দেবতার নামানুসারে শনিবার বা শনিগ্রহের নামকরণ হয়েছে। 

রবিবার নামটি কিভাবে হলো? 

সূর্যের আরেক নাম রবি। এই নাম থেকে রবিবার।

সোমবারের নামকরণ কিভাবে হলো? 

সোমবারকে চন্দ্রবার বা ইন্দুবারও বলা হয়। সোম শব্দের অর্থ চন্দ্র। চন্দ্র দিন হিসাবে সোমবার নামকরণ করা হয়েছে। 


ইংরেজি মাসের নামকরণের ইতিহাস 

জানুয়ারী: রোমান দেবতা জানুসের নামানুসারে জানুয়ারীর নামকরণ 

ফেব্রুয়ারী: ফেব্রু নামের একটি উৎসব থেকে ফেব্রুয়ারি

মার্চ: রোমান দেবতা মার্স এর নামানুসারে মার্চ মাসের নামকরণ করা হয়। 

এপ্রিল: সৌন্দর্যের দেবী আফ্রোদিতির নামানুসারে এপ্রিল নামকরণ করা।

মে: রোমান দেবী মেইয়্যা থেকে মে মাসের উৎপত্তি। 

জুন: জুপিটারের স্ত্রী জুনো থেকে জুন মাসের নামকরণ। 

জুলাই: জুলিয়াস সিজার এর নাম থেকে জুলাই এর উৎপত্তি। 

আগস্ট: জুলিয়াস সিজার  এর একমাত্র উত্তরাধিকার আগাস্টাস এর নামানুসারে আগস্ট মাস।

সেপ্টেম্বর:  একটা সময় দশ মাসে বছর ছিলো সেই ক্যালেডার অনুসারে সেপ্টেম্বর মাস ছিল সপ্তম স্থানে। সেপ্টেম শব্দের অর্থ সাত 

অক্টোবর: অক্টো শব্দের অর্থ আট।৷ পুরোনো ক্যালেন্ডারে অষ্টম মাস  ছিল বিধায় একে অক্টোবর বলা হয়।

একইভাবে পুরোনো ক্যালেন্ডার অনুসরণ করে নভেম্বর ও ডিসেম্বর মাসের উৎপত্তি। 


বাংলা মাসের নামকরণ যেভাবে হলো

অনেক আগে বাংলা মাস শুরু হতো অগ্রহায়ণ থেকে।সম্রাট আকবর বৈশাখ মাস থেকে বাংলা নববর্ষের সূচনা করেন। বাংলা বারো মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্রের নামানুসারে।

বৈশাখ: বৈশাখ নামটি এসেছে বিশাখা নামক নক্ষত্র থেকে

জৈষ্ঠ্য: জৈষ্ঠ্যমাসের নামকরণ হয়েছে মহাশূন্যের জৈষ্ঠ্যা নামক নক্ষত্র থেকে। 

আষাঢ়: আষাঢ় মাসের নাম এসেছে আষাঢ়া নামক নক্ষত্র থেকে। 

শ্রাবণ: শ্রাবণ মাসের নামকরণ করা হয় শ্রবনা নামক নক্ষত্র থেকে। 

ভাদ্র: ভাদ্র নামটি এসেছে ভাদ্রপদ নামক নক্ষত্র থেকে। 

আশ্বিন: আশ্বিন নামটি এসেছে অশ্বিনা নামক নক্ষত্র থেকে। 

কার্তিক: কার্তিক নামটি এসেছে কার্তিকা নামক নক্ষত্র থেকে। 

অগ্রহায়ণ:  অগ্রহায়ণ নামটি এসেছে মার্গ শিরা নামে এক নক্ষত্র থেকে।

পৌষ: পৌষ নামটি এসেছে  পুষ্য নামক নক্ষত্র থেকে। 

মাঘ: মাঘ নামটি এসেছে  মগা নামক নক্ষত্র থেকে। 

ফাল্গুন: ফাল্গুনী নামক নক্ষত্র থেকে ফাল্গুন মাসের নামকরণ করা হয়। 

চৈত্র : চিত্রা নামক নক্ষত্র থেকে চৈত্র মাসের উৎপত্তি। 

Previous Post Next Post