উপমহাদেশে প্রথম বিজ্ঞানে নোবেল পায় কে?
উত্তর: সিভি রমন
সিভি রামন এর পূর্ণ নাম চন্দ্র শেখর ভেঙ্কট রামন। রামন ক্রিয়া আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। সিভি রামন ১৯৩০ সালে পদার্থে বিজ্ঞানে নোবেল পুরষ্কার পান।আবিষ্কারের বিষয় ছিল " আলোর বিচ্ছুরণ। তিনি ৭ নভেম্বর ১৮৮৮ সালে ভারতের তিরুচিল্লাপল্লীতে জন্ম গ্রহণ করেন।১৯৭০ সালের ২১ নভেম্বর বেঙ্গালুরুতে মৃত্যু বরণ করেন।
0 Comments