বিশ্বের জনসংখ্যা

বর্তমানে পৃথিবীতে  প্রায় ৭৮৮৮ মিলিয়ন মানুষের বসবস। বিশ্বের এই জনসংখ্যার বৃদ্ধি প্রতি সেকেন্ডে পরিবর্তিত হচ্ছে।  পৃথিবীর জনসংখ্যা ৬০০ কোটিতে পৌছায় ১২ অক্টোবর ১৯৯৯ সালে আর   ৭০০ কোটিতে পৌছায় ৩১ অক্টোবর ২০১১ সালে।৩১ অক্টোবর ২০১১ সালে Day of Seven million পালিত হয়৷ আর বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌছাবে ২০২৪ সালে। 

জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ চীন। চীনের জনসংখ্যা ১৪০ কোটির উপরে।আর জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ টুভ্যালু। আর শুন্য জনসংখ্যার দেশ পোল্যান্ড, আলবেনিয়া, বেলারুশ,  সেন্ট,ভিসেন্ট, রাশিয়া,  অ্যান্ড দ্যা গ্রানাডাইন্স।

বর্তমান বিশ্বে মুসলমান জনসংখ্যার হার মোট জনসংখ্যার ২৩ শতাংশ। 

Previous Post Next Post