ব দিয়ে গ্রাম বাংলার নাম ও নামের অর্থ
ব অক্ষর দিয়ে কিছু গ্রামের নাম ও অর্থ
বেলেড়া - যে গ্রামে বেল গাছ ও আগাছা অনেক আছে।
মুললে - যে গ্রামে মোড়ল আছে বা প্রধান গ্রাম
বুড়ার - যে গ্রামে পুরোনো বেল গাছ আছে।
বিঠারি - যে গাঁয়ে বেকার খাটতে হয়।
বাসি - যে গ্রামে অনেক বসতি।
বারহেয়া - যে গ্রাম খোলামেলা।
বালিয়াড়া - যে গ্রামের চারপাশে বালি।
বঙ্গাইগাঁও - তুলাক্ষেত্রের দেবীর অধিষ্ঠানভূমি।
বরিন্দ -যেখানে ইন্দের বরে সুবৃষ্টি হয়।
Leave a Comment