অলিভ টারটল কোথায় পাওয়া যায়?
অলিভ টারটল বা জলপাইরঙের সমুদ্র কচ্ছপ সাতটি ক্ষুদ্র প্রজাতির একটি।এ ধরনের কচ্ছপের খোলসের রঙ জলপাই হওয়ার কারণে একে অলিভ টারটল বলে।অলিভ টারটল উষ্ণ পানিতে বসবাস করে। ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বেশি দেখা যায়। বাংলাদেশের কক্সবাজার, সেন্টমার্টিন দ্বীপ, সুন্দরবন ও বঙ্গোপসাগরে অলিভ টারটল পাওয়া যায়।
অলিভ টারটলের বৈজ্ঞানিক নাম Lepidochelys olivacea
অলিভ টারটলের বৈশিষ্ট্য
১. সেপ্টেম্বর থেকে মার্চ এদের প্রজননের অন্যতম সময়।
২. মা কচ্ছপ হাজার হাজর মাইল পাড়ি দিয়ে ডিম পাড়ার জন্য এদের জন্মস্থানে ফিরে আসে।
৩. পুরুষ কচ্ছপেরা কখনো ডাঙায় উঠে না।
৪. রাতে জোয়ারের সময় ৩০ থেকে ১৬০ টা ডিম বালি চাপা দিয়ে আসে।
৫. আনুমানিক ৪০ -৭০ দিনের মধ্যে বাচ্চা ফোটে। বালি ও ডিমের তাপমাত্রা বেশি হলে বাচ্চা ফোটার সম্ভাবনা বেশি থাকে।
0 Comments