বাটি, বাড়ি, বাড়িয়া শব্দের অর্থ
বাটি, বাড়ি, বাড়িয়া (> বেড়ে ) সংস্কৃত বাটিকা থেকে উৎপত্তি ।এর অর্থ বেড়া দেওয়া অথবা পাঁচির ঘেরা স্থান বা জায়গা যেমন, বাথানবাড়ি ( < 'গোচারন স্থান’+ ),শ্যামদাসবাটি, বলরামবাটি,বাঙালবাড়ি, শ্রীবাটি, উলুবেড়ে (< + বাড়িয়া),সাঁকোবেড়িয়া, শিয়াকুলবেড়িয়া, ইত্যাদি ।
বাড় শব্দটি সংস্কৃত বাট থেকে উৎপত্তি যার অর্থ বেড়া দেওয়া বা চিহ্নিত স্থান।
বাটক থেকে ঠাটারিবাড়, ঠাটারি মানে বাজিকর।
নোত, নুতা' নাম খুব প্রাচীন হওয়া সম্ভব। < নবগ্রস্থ ? বন, বনি (সংস্কৃত বন, *বনিক) : পলাশবন ; খয়েরবুনি ; ইত্যাদি।
0 Comments