দেশবাচক বাংলা শব্দের শুরু

দেশবাচক বাংলা শব্দের প্রথম ব্যবহার দেখা যায় আবুল ফজলের লেখা আইন এ আকবরী তে।আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের রাজসভার সদস্য। আকবর ছাড়াও তার রাজ সভার সদস্য ছিলেন ফৈজি টোডরমিল,বীরবল,মানসিংহ, তানসেন ইত্যাদি । এর মধ্য ফৈজি টোডরমিল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী।

আর বীরবল ছিল আকবরের রাজসভার বিখ্যাত কৌতুককার।তানসেন ছিলেন বিখ্যাত গায়ক।তাকে বুলবুল-ই-হিন্দ বলা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন