ডালা  বা ডালি শব্দের অর্থ কী 

ডালা  মানে উপহার পাত্র বা  উর্বরভূমি। যেমন একডালা, পোডালি পাদোন + ),সিমডাল, ময়নাডাল করকডাল, গোপডাল।  নামগুলি সবই বর্ধমান জেলার এবং দু-একটি ছাড়া সবই এই জেলার উত্তরপশ্চিম অংশে অবস্থিত।


ওনডাল ( ওন গাছের ? + ) ইংরেজী বানানের মারফতে বাংলা ‘অন্ডাল’ হয়েছে। সম্প্রতি শুদ্ধ ইংরেজী বানান ভুল উচ্চারণের বশে হয়েছে Audal !

নবীনতর পূর্বতন