এশিয়া মাইনর

প্রাচীন যুগে এশিয়া মাইনর ছিল একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল। ইউরোপ থেকে এশিয়াতে আসার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। যা বর্তমানে আনাতোলিয়া বলা হয়। এশিয়া মাইনর তুর্কী দ্বারা বিভক্ত হয়েছে। গ্রীক শব্দ Mikra Asia বা little Asia থেকে উৎপত্তি।ঐতিহাসিক ওরোসিয়াস এর লেখা সেভেন বুকস অব হিস্ট্রি এগেইন্সট দি পাগান্স ইন ৪০০ সিই গ্রন্থে প্রথম এশিয়া মাইনর শব্দটি ব্যবহার করেন। উদ্দেশ্য ছিল ইতিহাস রচনার সুবিধার্থে বৃহৎ এশিয়া থেকে আলাদা করা।

Previous Post Next Post