শ্লেগেল এর পরিচয়

 শ্লেগেল (August Wilhelm von Schlegel)

শ্লেগেল একজন জার্মান  কবি ও সমালোচক।তিনি বন বিশ্ববিদ্যালয়ের  ইতিহাস বিষয়ের অধ্যাপনাকালে   সংস্কৃত ভাষা শিক্ষা গ্রহণ করেন। সংস্কৃত ভাষায় গ্রন্থ প্রকাশের উদ্দেশ্যে  একটা মুদ্রালয় প্রতিষ্ঠা করেন। সংস্কৃত সাহিত্য নিয়ে আলোচনার জন্য একটি পত্রিকা প্রকাশ করেন।শুধু তাই নয় তিনি রামায়ণ ও ভগবদগীতা  ল্যাটিন অনুবাদ করে প্রকাশ করেন। শ্লেগেলের Lectures on Dramatic Art and Literature ও শেক্সপিয়ার এর অনুবাদ প্রসিদ্ধ। (জন্মঃ ১৭৬৭- মৃত্যুঃ ১৮৪৫ ) ।

Blogger দ্বারা পরিচালিত.