হোমর এর পরিচয় 

হোমর (Homer) বা গ্রীক হমীরস ছিলেন গ্রীকজাতির আদি কবি ও শিক্ষাগুরু। হোমর ইলিয়ড ও অডাসী নামক মহাকাব্য রচনা করেন।হোমরের  জন্মস্থান বিষয়ে মতভেদ রয়েছে।  শীর্ণ, রোডস্, কলফোন্, সালামিস, খিয়স্, আর্গস্ ও এথেন্স, এই সাত নগরের সকলে দাবি করে যে হোমরের জন্ম তাদের শহরে।  তবে হোমর যে এশিয়াতে জন্মগ্রহণ করেন তা বেশিরভাগ লোক বিশ্বাস করে ।  খ্রীঃ পূঃ নবম শতাব্দীতে জীবিত ছিলেন বলে ধারনা করা হয়। 

Post a Comment

নবীনতর পূর্বতন