হেস্টিংসের যত সম্পত্তি নিলাম বিক্রি হয়েছিল

যাবার সময় ইংরেজরা কত অর্থ নিয়ে যায় 


ইংরেজরা বাংলা শাসনকালে ঠিক কত সম্পত্তি বৃটেনে নিয়ে গিয়েছিল তা বলা কঠিন।তবে দুশো বছরের শাসনকালে বাংলা, বিহার, উড়িষ্যা থেকে যে তারা বিপুল ধন-রত্ন নিয়ে গিয়েছিল তা অনুমান করা যায়।

স্ক্রাফটন সায়েব বলেছে ভারত ছাড়ার সময়  ত্রিশখানা নৌকা বোঝাই ধনরত্ন নিয়ে গেছে ক্লাইব। কাজেই অনুমান অমূলক নয়। অ্যাডমিরাল ওয়াটসন মৃত্যুকালে রেখে যায় সত্তর লক্ষ টাকা । ওয়ারেন হেষ্টিংস প্রথম যখন এদেশে আসে তখন তার বেতন ছিল মাত্র পনের টাকা। কয়েক বছরের মধ্যেই সে হয়ে যায় বিপুল  ধন সম্পত্তির মালিক। হেষ্টিংস এদেশ ছেড়ে চলে যাওয়ার পর ১৭৮৫ সালে তার এ দেশীয় যে সব সম্পত্তি রেখে যায় তা  নীলামে বিক্রি হয়েছিল। তার মধ্যে ছিল ৬৩ বিঘার বিরাট বাগান বাড়ী, ৪৬ বিঘার উপর প্রতিষ্ঠিত বিশাল অট্টালিকা, কাঠের রেলিং ঘেরা ৫২ বিঘা জমি, ১৩৬ বিঘার বাগান, সোনা-রুপার বাসন প্লেট, টেবিল চেয়ার, হাড়ীর হাওদা, ঘোড়ার সাজ, পালকি, নৌকা, তাঁবু, বাদ্যযন্ত্র, ছবি ইত্যাদি। শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তা নয় সাধারণ  সৈনিক এমন কি মাঝি মাল্লারাও প্রত্যেকে কমপক্ষে ত্রিশ-চল্লিশ হাজার টাকা সংগ্রহ করে ফিরে গেছে। উইলিয়াম ওলি এণ্ড কোম্পানী, ১৭৮৫ সালের ১০ই মে তারিখের কলিকাতা গেজেটে হেষ্টিংসের কিছু সম্পত্তির বিজ্ঞাপন প্রকাশ করেছিল।



Blogger দ্বারা পরিচালিত.