প্রোটোসটেরল বায়োটা
প্রোটোসটেরল বায়োটা কী?
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির একদল গবেষক দীর্ঘ ১০ বছর গবেষণা করে প্রোটোসটেরল বায়োটা নামের এক ধরনের জীবের সন্ধান পান।যুক্তরাষ্ট্র ও জার্মানির বিজ্ঞানীরাও সাথে যুক্ত ছিলেন। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল অর্থাৎ নর্দান টেরটরির পাশে সমুদ্রের তলদেশে পাওয়া পাথুরে আনবিক জীবাশ্ম নিয়ে গবেষণা করে বিজ্ঞানী প্রোটোসটেরল বায়োটা নামক বিলুপ্ত এক জীব আবিষ্কার করেন। তারা বলছেন, প্রায় ১৮০ কোটি বছর পূর্ব প্রোটোসটেরলের অস্তিত্ব ছিল।তারা অনু ব্যাকটেরিয়া খাদ্য হিসাবে গ্রহণ করতো।এরা ইউক্যারিওটাস শ্রেণীর অন্তর্ভুক্ত। ইউক্যারিওটাস শ্রেনীর বর্তমান রুপ ছত্রাক, উদ্ভিদ, অ্যামিবা ইত্যাদি। ঠিক কি কারণে প্রোটোটেরল বিলুপ্ত হয় তা জানা যায় না।তবে এই আবিষ্কার জীবজগতের বিবর্তনের যে সময়সীমা তা পাল্টে দেবে নিশ্চিত। গবেষকদলে নেটেরশিম বলেন,একসময় ধারণা করা হতো পূর্বে পুরো সমুদ্র জুড়ে ব্যাকটেরিয়ার বসবাস ছিল।কিন্তু এই আবিষ্কারের পর স্পষ্ট আরো অনেক কিছুর উপস্থিতি ছিল। আরেক গবেষক জোচেন ব্রোকস বলেন, প্রোটোসটেরল ১৬০ কোটি বছর পূর্ব সৃষ্টি হয়েছিল ৮০ কোটি বছর পূর্বেও এর অস্তিত্ব ছিল।
গত ৮ জুন ২০২৩ ( বৃহস্পতিবার) নেচার পত্রিকায় প্রকাশিত।
Leave a Comment