বাংলায় ফার্সি শব্দ 

 ৬ হাজার বছর পূর্বে পারস্য  বর্তমান ইরান থেকে আর্যগণ এদেশে আসে।পারস্য হলো পশ্চিম এশিয়ার দেশ বিশেষ। যা বর্তমানে ইরান নামে পরিচিত। ১৯৩৫ সাল পর্যন্ত ইরানকে বিশ্ববাসী পারস্য হিসাবেই চিনতো। পারস্যের ভাষার নাম ফার্সি।ফার্সি ভাষার তিনটা ভাগ রয়েছে। ইরানীয়গণ ফার্সিকে পোর্সি বলে।আফগানিস্তানে ও তাজিকিস্তানে ফার্সি ভাষা যথাক্রমে দ্যারি ও তজিকী নামে ডাকা হয়।এছাড়াও উজবেকিস্তান,কুয়েত, কাতার ও বাহরাইনে ফার্সি ভাষাভাষাী লোক দেখতে পাওয়া যায়।মোগল আমলে পারস্যে মুসলিম কবি-সাহিত্যিকগণ ভারতীয় উপমহাদেশে সাহিত্যের জ্ঞান শিক্ষা দিতে আসতেন।যেমন আওরঙ্গজেব এর কন্য জেবুন্নেসা পারস্যের কবিদের নিকট হতে সাহিত্য শিক্ষা লাভ করেছেন  বাংলায় সবচেয়ে বেশি ফরাসি শব্দ ঢুকেছে।

বাংলায় ফার্সি শব্দ কোনগুলো?

পোলাও, জায়গির, পোশাক, পোস্ত,দরবার, দরবেশ, আইন,কানুন, ফরিয়াদী, ফরমান, সালিশ, হাঙ্গামা, পেরেশান, তারিখ, বেগম, বান্দা, নালিশ, চশমা, জায়নামাজ, ইদগাহ,  নামাজ, রোজা, খানকাহ, দরগাহ, পরহেজগার,গুনাহ, মাহিনা,রসদ,রশিদ, রাস্তা, শিরোনাম, সবজি,সরকার, সবুজ, সরাসরি,  সর্দি ,সাদা, সাজা, শাদি, সাবাশ, সুপারিশ,সেতারা,হাজার,আমদানি।  বাজার, বাদশা,সবজি,খানা

Previous Post Next Post