মুধা

মুধা অর্থ অতিসামান্য কাকণিকা  শব্দটি কাকণ থেকে এসছে সম্ভবত। যার মূল্য অতি সামান্য।আমরা বাংলায় যেমন সামান্য অর্থ বোঝাতে সিকি,আধুলি ব্যবহার করি তেমনি মাগধীয় আমলে মাগধীয় মুদ্রা হিসাবে সামান্য মূল্য অর্থে মুধা,কাকণ,কাকণিকা, কহাপণ,অড্ঢ, পাদ,মাসক ইত্যাদি ব্যবহার করা হতো।এক কাকণিকা এক কহাপণ এর ৮/১. ভাগের সমান।


Previous Post Next Post