ফুয়েলের বিভিন্ন পয়েন্ট সম্পর্কে 


পোর (Pour) পয়েন্ট: যে সর্বনিম্ন তাপমাত্রায় প্রবাহী তার প্রবাহিত হওয়ার ধর্ম হারিয়ে ফেলে তাকে পোর পয়েন্ট বলে।

ফ্লাশ (Flash) পয়েন্ট: যে সর্বনিম্ন তাপমাত্রায় ফুয়েলকে ইগনিশন সোর্সের সংস্পর্শে আনলে ফুয়েলের উপরে থাকা ফুয়েল ভেপার আকস্মিকভাবে জ্বলে উঠে সেই সর্বনিম্ন তাপমাত্রাকে ঐ ফুয়েলের ফ্লাশ পয়েন্ট বলে।

ফায়ার (Fire) পয়েন্ট: যে সর্বনিম্ন তাপমাত্রায় ফুয়েলকে ইগনিশন সোর্সের সংস্পর্শে আনলে তা অনবরত জ্বলতে থাকে সেই সর্বনিম্ন তাপমাত্রাকে ঐ ফুয়েলের ফায়ার পয়েন্ট বলে।

ক্লাউড (Cloud) পয়েন্ট: যে সর্বনিম্ন তাপমাত্রায় তেল এর মধ্যে মেঘের ন্যায় মোম জাতীয় কঠিন পদার্থ উৎপন্ন হওয়া শুরু হয় তাকে ক্লাউড  পয়েন্ট বলে।

জেল (Gel) পয়েন্ট: যে সর্বনিম্ন তাপমাত্রায় তেল এর মধ্যে উৎপন্ন মোম জাতীয় পদার্থগুলো সেমি-সলিড অবস্থায় পৌঁছায় তাকে জেল  পয়েন্ট বলে।

Previous Post Next Post