কী কী কারণে ডায়নামো গরম হয়?

উত্তর:  ডায়নামো গরম হয় যে কারণে 

১.  এলইনমেন্ট ঠিক না থাকলে।

২. ডায়নামোর ভিতর তেল বা পানি প্রবেশ করলে।

৩. ফিল্ড কয়েল ও আর্মেচার শর্ট সার্কিট হলে।

৪. কমিউটেটরের উপর দাগ বা ময়লা হলে।

৫. কার্বন ব্রাশ কমিউটেটরের উপর সমান ভাবে না বসলল।

৬. বিয়ারিং ও বুশে লুব্রিকশেন করা না থাকলে।

৭. ওভার লোড হলে।

Previous Post Next Post