পাইপ ও টিউব

'পাইপ'

১. পাইপ পরিমাপ করা হয় ইনসাইড ডায়ামিটার দ্বারা।

২. পাইপ সাধারণত পানি গ্যাস অয়েল লাইনে ব্যবহার করা হয়। 

৩. সিডিউল নাম্বার অনুসারে ওয়াল থিকনেস নির্ধারণ করা হয়। 

'টিউব'

১. টিউব পরিমাপ করা হয় আউটসাইড ডায়ামিটার দ্বারা। 

২. টিউব সাধারণ হিট এক্সচেঞ্জার ও কিং লাইনে ব্যবহার করা হয়। 

৩. ওয়াল থিকনেস নির্ধারণ করা হয় মিলিমিটার এবং ইঞ্চি  দিয়ে।

Previous Post Next Post