জি-২০ সম্মেলন ২০২৩

জি-২০ এর সদস্য সংখ্যা কতটি?

উত্তর: মোট ২১ এর মধ্যে ২ টি সংস্থা। 

জি-২০ সম্মেলন ২০২৩ এর এর প্রতিপাদ্য বিষয় কী?

উত্তর: ভাসুধাইবা কুটুমবাকাম ( পুরো বিশ্ব একটি পরিবার।)

জি-২০ সম্মেলন ২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: ভারত

ভারত কোন দেশের নিকট জি-২০ এর সভাপতিত্ব হস্তান্তর করবে? 

উত্তর: ব্রাজিল (১ ডিসেম্বর ২০২৩)

২০২৩ সালে জি-২০ এর কততম সম্মেলন অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৮ তম

বিশ্বের জিডিপিতে জি-২০ সদস্য দেশগুলোর অবদান কত?

উত্তর: ৮০ শতাংশ। 

আন্তর্জাতিক বানিজ্যে জি-২০ এর অবদান কত?

উত্তর: ৭৫ শতাংশ। 

২০২৩ সালে জি-২০ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর:  ৯ সেপ্টেম্বর ২০২৩

জি-২০ পরবর্তী বছর (২০২৪) কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: ব্রাজিল 

Previous Post Next Post