ইঞ্জিনের ইতিহাস 

ড. রুডলফ ডিজেল একজন জার্মান প্রকৌশলী। ১৮৯৩ সালে এই গুণী বিজ্ঞানী ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন। মি: ডিজেল চিন্তা করলেন যদি কোন আবদ্ধ সিলিন্ডারে বায়ু প্রবেশ করিয়ে বাহির হওয়ার পথ বন্ধ করে চাপ প্রয়োগ করা হয় তাহলে প্রচুর তাপ উৎপন্ন হবে।আর এই মূহুর্তে যদি সামান্য জ্বালানি ছিটিয়ে দেয়া হয় তাহলে প্রচুর শক্তি উৎপন্ন হবে।এই চিন্তা থেকে তিনি তাপীয়  ইঞ্জিন আবিষ্কার করেন। তার নামানুসারে একে ডিজেল ইঞ্জিন বলা হয়।তার এই আবিষ্কারের জার্মানি ও সুইজারল্যান্ড ডিজেল ইঞ্জিন বানিজ্যিকভাবে তৈরি করা শুরু করে।যার ফলে বিশ্বে শিল্প বিপ্লব ঘটে।


Previous Post Next Post