Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.

ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট

 এসআই ইউনিট এর ইতিহাস 

১৯৬০ সালে অক্টোবর মাসে প্যারিসের সেভার্স এ অনুষ্ঠিত আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থার ১১ তম অধিবেশনে বিজ্ঞান সম্মতভাবে মেট্রিক পদ্ধতিকে আধুনিকরণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকার করে নেয়া হয়েছে এই ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট বা এসআই একক। 

যেমন দৈর্ঘ্যের একক মিটার। 

মিটার কাকে বলে? 

প্যারিসের নিকটবর্তী সেভার্সে   অবস্থিত পরিমাপ ওজনের আন্তর্জাতিক সদর দপ্তরে রক্ষিত জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনাম  ইরিডিয়াম ধাতু দন্ডের মসৃণ তলে  খোদিত দুটি দাগের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে এক মিটার বলে। 


কিলোগ্রাম কাকে বলে?

আন্তর্জাতিক পরিমাপ ওজনের সদর দপ্তরের রক্ষিত একটি নির্দিষ্ট প্লাটিনাম ইরিডিয়াম সিলিন্ডারের ওজনকে এক কিলোগ্রাম বলে। 

সেকেন্ড কাকে বলে 

 বর্তমানে সময়ের প্রমাণ বা আদর্শ একক ১৩৩ পারমাণবিক ভর বিশিষ্ট সিজিয়াম আইসোটোপ পরমাণুর ৯১৯২৬৩১৭৭০ টি কম্পনের সময়কালকে এক সেকেন্ড হিসাবে ধরা হয়