যন্ত্র ঘণ্টা হার পদ্ধতি

যেখানে যন্ত্রের সাহায্যে উৎপাদন করা হয় সেখানে যন্ত্র ঘন্টা ভিত্তিতে কারখানার উপরি খরচ সঠিকভাবে বন্টন করা যায়। যদি উৎপাদনে বিভিন্ন প্রকারের যন্ত্র ব্যবহৃত হয় তবে উপরি খরচ নির্ণয় করে প্রাথমিকভাবে যন্ত্র ঘন্টা হার নির্ণয় করতে হয়। যন্ত্রঘন্টা হার = (আনুমানিক উপরি খরচ /আনুমানিক যন্ত্র ঘন্টা) ×১০০

Previous Post Next Post